রবিবার, ৩১ মার্চ, ২০১৩

আপনারা অনেকে PD-Proxy দিয়ে ফ্রী নেট ব্যবহার করেন। কিন্তু আজ আমি আপনাদের একটি ভিপিএন সম্পর্কে বলব যেটা দিয়েও ফ্রী নেট ব্যবহার করা যায়। এটার নাম “Tunnelguru’’.
প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এখন এই লিঙ্কে গিয়ে নতুন একটা আকাউন্ট খুলে নিন। এখন আপনার username ও password দিয়ে কানেক্ট করুন। সবকিছু নিচের স্ক্রিনশট এর মত করে নিন তাহলে হবে। কানেক্ট হলে একটা শব্দ হবে । এছাড়া উপরে ঘড়ীর মত টাইম দেখাবে।


আপডেটঃ পিসিতে অবশ্যই জাভা ইন্সটল থাকতে হবে । না থাকলে নিন এখানে
এটা দিয়ে দৈনিক ১৫০ এম বি ব্যবহার করা যাবে ।

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি । আশা করি সবাই ভালো আছেন । সবাইকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ।  গ্রামীণফোন  সিম থেকে P7 প্যাকেজটি  ফ্রীতে চ৷লু করে নিন। প্রথমে আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন  B15523XC  অথবা  T1548690 তারপর ফ্রি এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে। 15mb চ৷লু হয়ে যাবে।
এই প্যাকেজের মেয়াদ অ্যাক্টিভেশনের সময় থেকে ১৫ দিন।  ১০০% কাজ হবে। সবাই ফ্রী ইন্টারনেট উপভোগ করুন। যদি ভাল লাগে তবে জানাবেন।
সবাইকে ধন্যবাদ, ভাল থাকবেন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আজকে আপনাদেরকে নিজের ছবি দিয়ে নকিয়া জাভা মোবাইলের theme(.nth) তৈরী করা শেখাবো।
এজন্য File explorer ও BlueFTP সফটওয়্যার এর প্রয়োজন হবে ।

File explorer ডাউনলোড করে নিন এখান থেকেঃ
http://phoneky.com/java-software/?p=download&v=9&st=2&id=a1a1217

BlueFTP ডাউনলোড করে নিন এখান থেকেঃ
http://www.bingwap.com/1/free-mobile-softwares/1/java-mobile-software-free/34/blue-ftp.shtml

প্রথমে মেমোরী কার্ডে একটি নতুন ফোল্ডার তৈরী করুন । যেমনঃ new folder । আপনার পছন্দের দুইটা ছবি মেমোরী কার্ডের নতুন ফোল্ডারে কপি করুন । এরপর File
explorer সফটওয়্যার openকরুন । মেমোরী কার্ডে যান, যেই
ফোল্ডারে ছবি দুইটা আছে সেই ফোল্ডারটি open করুন । এরপর option>select এ গিয়ে ছবি দুটা select করুন । আবার option>Archive> ¬¬Nokia Theme এ যান । তারপর theme name এর জায়গায় theme name দিন । এরপর wallpaper ও Background এ ভিন্ন ভিন্ন দুটি ছবি সিলেক্ট করুন । এরপর make এ ক্লিক করুন। ডাটা এক্সেস চাইবে ok দিন যতবার চায় ।
এরপর একটা warning আসবে এই রকমঃ failed to write to file ভয় পাবেন না । এবার file explorer ক্লোজ করে মেমোরী কার্ডের ঐ নতুন ফোল্ডারে যান । দেখবেন theme তৈরী হয়ে গেছে । কিন্তু এটা ডিলিট করে দিন । অন্য ফাইল গুলো ডিলিট করবেন না । শুধুমাত্র যে ফাইলটার শেষে .nth আছে সেইটা ডিলিট করুন। এখানে unsupported একটা file ও ছবি দুইটা থাকবে ।
এখন BlueFTP অপেন করুন । নতুন ফোল্ডারটিতে যান ।
এখন menu>select all এ ক্লিক করুন । আবার menu>compress item(nth) এ ক্লিক করে ok করুন । ডাটা এক্সেস যতবার চায় দিতে থাকুন । compress হয়ে গেলে মেমোরী কার্ডের ঐ ফোল্ডারটিতে যান । দেখবেন theme তৈরী হয়ে গেছে । এবার থিমটি apply দিন । কাজ শেষ ।




এবার উপভোগ করুন নিজের তৈরী থিম।
ধন্যবাদ।
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।
আগেই বলে রাখি কোন কোন সময় কাজ নাও করতে পারে,কাজ না করলে দয়া করে বাজে মন্তব্য করবেন না।

১মে আপনার প্রোফাইলে যান।
তারপর ওপেরা মিনি থেকে এড্রেস বারে যান।
এবং এড্রেসের ১ম দিকে এম(htttp://m.) কেটে টাচ(http://touch.) বসান।


এবার দেখবেন আপনার প্রোফাইলে টাইমলাইন শো করছে।
এবার যে যায়গাটিতে কভার ফটো থাকে ওইখানে দেখুন একটা ক্যামেরা আইকন আছে।




নিচের দিকে ঠিক সেখানে ক্লিক করুন।
এবার আপনার এলবাম গুলো থেকে এলবামের যেকোন একটা ফটো সিলেক্ট করতে বলবে।




যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দিন।
এবার যে পেইজ আসবে , সেখানে দেখবেন উপরের দিকে " ইউজ " লেখা আছে।



সেখানে ক্লিক করুন,ব্যাস সেট হয়ে গেলো আপনার কভার ফটো।

আজ আপনাদের জন্য ছোট একটা টিউন। বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে "ফেসবুক" অন্যতম।  আজ আপনাদের ফেসবুকের একটা অপশন ‘ইনবক্স’ ও ‘আদার’ নিয়ে কথা বলবো। অনেকে আছেন যারা ফেসবুকের নোটিফিকেশনগুলো চেক করেন না অথবা খেয়াল করেন না। এই নোটিফিকেশগুলো থাকে উপরে বাম পাশে একটু লাল রং এর ব্যজে। বাম থেকে ডানে এই আইকন গুলো থাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট, ইনবক্স এবং নোটিফিকেশন। আমাদের সবার উচিত এই তিন আইকন গুলো চেক করা, যখনই আমরা ফেসবুকে লগ ইন করি।



এখন আসুন আমরা ‘ইনবক্স’ নিয়ে কথা বলি। যখন আপনি ইনবক্সে ক্লিক করেন, তখন আপনি একটি ম্যসেজ এর লিস্ট দেখেন এবং এই লিস্ট হলো, যাদের আপনি চেনেন তাদের থেকে ম্যাসেজ এসেছে।





দেখুন এই ইনবক্সের পাশে আর একটি কথা লেখা আছে, তা হলো ‘আদার’ অপশন যখন ইনবক্সে থাকবেন তখন ‘আদার’ অপশন টা হালকা ধূসর রং হবে। আবার যখন ‘আদার’ অপশনে ক্লিক করবেন তখন ‘ইনবক্স’ হালকা ধূসর রং হবে।

সাধারণত আমরা এই ‘আদার’ অপশনটা দেখি না, কিন্তু এই আদার অপশনটাও এক ধরনের ইনবক্স। কারণ ফেসবুক কতৃপক্ষ বলে ‘আদার’ অপশনটায় আপনি সেই সব ম্যাসেজ এবং ই-মেইল পাবেন যেগুলো ইনবক্সে পাবেন না কারণ এইগুলো আপনার ফেসবুক বন্ধুরা দেন নাই। তারাই দিয়েছেন যারা আপনার অপরিচিত।
এখন আপনি আপনার ‘আদার’ এর ম্যাসেজ গুলো সব দেখতে পারেন। আবার না দেখে ‘মার্ক অল এ্যাস রিড’ করতে পারেন। আপনি আপনার এই ‘আদার’ অপশনের ফিল্টার পরিবর্তন করতে পারেন। ‘এডিট পারফোম্যান্স’ এ গিয়ে ‘Basic’ ‘Strict’ সিলেক্ট করতে পারেন।
‘আদার’ এর ম্যাসেজ গুলো চেক করার সময় সর্তকতা পালন করবেন, কারণ যে কেঊ আবার স্প্যাম এ্যপলিকেশন এর লিংক দিতে পারে।
যদি আমার এই টিউনটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক। আর আমার লেখার ভূলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

কেমন আছেন? টিউনটির শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে পোষ্ট করতে যাচ্ছি।
আমরা অনেকেই মোবাইলে বিভিন্ন গান/মুভি/ভিডিও ফাইল লোড করি। এর জন্য বিভিন্ন ধরণের ভিডিও কনভার্টার সফটওয়্যার ব্যবহার করি। এদের মধ্যে আমার মতে সবচেয়ে ভাল একটি কনভার্টার সফটওয়্যার হল “অল ইন ওয়ান মোবাইল ভিডিও কনভার্টার ’’। এই সফটওয়্যারটির বৈশিষ্ট্য এতে বিভিন্ন রকম মোবাইলের ভিডিও (যেমন, এম.পি ৪, থ্রি.জি.পি, এ.ভি.আই ইত্যাদি) ফরমেটের সুবিধা অটোমেটিক্যালি যুক্ত আছে। এর মানে আপনি শুধু আপনার মোবাইল মডেল টি নির্বাচন করবেন তারপর সফটওয়্যারটি নিজে নিজেই আপনার সেটের জন্য ভিডিও ফরমেটে কনভার্ট করে নিবে।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৪.৫০ এম.বি। এর সাথে একটি রেজিষ্টেশন ফাইল দেওয়া আছে। সফটওয়্যারটি ইনষ্টল এর পর রেজিষ্টেশন ফাইলে ক্লিক করে ফুল ভার্সনটি একটিভ করে নিবেন।
এখন আমি দেখাচ্ছি যে কিভাবে সফটওয়্যারটি ইনষ্টল থেকে কনভার্ট করবেন।
ডাউনলোড এবং ইনষ্টলেশনঃ
১। প্রথমে উল্লেখিত লিংক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
২। জিপ ফাইল টি আনজিপ করুন।
৩। স্বাভাবিক নিয়মে সফটওয়্যারটি পিসিতে ইনষ্টল করুন।
৪। এবার ডাউনলোড কৃত ফোল্ডারে Reg.File এ ডাবল ক্লিক করে ওকে বাটনে চেপে ফুল ভার্সনটি একটিভ করুন।
ভিডিও কনভার্টঃ

১। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন।


২। সবার বামে ইনপুট ডায়ালগ বক্সে এড বাটনে ক্লিক করে আপনার পছন্দের ভিডিও ফাইলটি সিলেক্ট করুন যেটি আপনি কনভার্ট করতে চান।


৩। এখন আউটপুট ডায়ালগ বক্স থেকে মোবাইল>মেনুফেকচার থেকে আপনার মোবাইল কোম্পানির নাম (যেমন নোকিয়া)> মডেল থেকে আপনার সেটের মডেল সিলেক্ট করুন


৪। এখন ভিডিও এবং অডিও কোয়ালিটি অপশনে আপনার পছন্দ মত অপশন সিলেক্ট করুন।


৫। এখন Save Files to folder অপশন থেকে ব্রাউজ করে আপনার কনভার্ট কৃত ফাইলটি কোথায় সেভ হবে তা সিলেক্ট করে দিন। এবার সবার নিচে কনভার্ট বাটনে ক্লিক করুন।


৬। এখন ফাইলটি কনভার্ট হওয়া পযর্ন্ত অপেক্ষা করুন।


৭। সবশেষে আপনি যেখানে ফাইলটি সেভ করেছেন সেখানে দেখুন আপনার ফাইলটি আপনার মোবাইলের জন্য উপযুক্ত হয়ে সেভ হয়ে আছে।

Rise of Nations



এটি অনেক জনপ্রিয় একটি গেম.. যদিও পুরনো গেম.. কিন্তু যারা এখনও খেলে দেখেননি.. তাদের জন্য অনেক মজার একটি গেম… এক সময়ের অনেক ভালো জনপ্রিয় একটি গেম এটি,.. না খেললে মিস করবেন..

         Prince of Persia The Sands of Time

Prince of Persia

প্রিন্স অফ পার্সিয়া গেম টি খেলেন নি এমন মানুষ পাওয়াটা অনেক কঠিন.. এটি প্রিন্স অফ পার্সিয়া গেম এর একটি পার্ট কিন্তু এই পার্ট টি যারা খেলেননি এখনো তাদের জন্য অস্থির একটা গেম… না খেললে পুরাই মিস. ..

Angry Birds


এই গেম টা যে কতটা জনপ্রিয় সেটা তো আমাকে বলা লাগবেনা… আপনারা সবাই জানেন… এটি অনেক সুন্দর .. এইটার লেভেল গুলা অনেক মজার… যত খেলবেন ততই ভালো লাগবে… তো আর দেরী কিসের? এখনই ডাউনলোড করে নিন.

Horn


আমি সিওর আপনি এই গেম টি খেলেননি… যদি না খেলে থাকেন .. তাহলে এখনি ডাউনলোড করে নিন… এটি একটি Android গেম… আপনার মোবাইল এ ডাউনলোড করে ইনস্টল করে নিন.. আর শুরু করে দিন…

 

আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভাল আছেন। ভাল থাকুন, সুন্দর থাকুন, স্বুস্থ থাকুন , নিরাপদে থাকুন এটাই আমি সব সময় প্রত্যাশা করি। আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি। যাই হোক শুনে খুশি হবেন যে তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ধরা দিচ্ছে প্রযুক্তির নাগালে অবস্থানরত মানুষের হাতে। প্রযুক্তি নির্ভর মানুষগুলোর কারণেই তথ্যপ্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সাথে বাড়ছে প্রযুক্তি, তৈরি হচ্ছে নতুন নতুন পরিকল্পনা । কাজের কথায় আসি, আজ আমি আপনাদের সাথে ২০১৩ সালের সেরা দুটি এন্ড্রোয়েড গেমস নিয়ে হাজির হলাম। ইতিমধ্যে সবাই অবগত আছেন বর্তমান বিশ্ব বাজারে এন্ড্রোয়েড ফোনের বিশাল চাহিদা হবার একটি কারন হল এন্ড্রোয়েড ফোনের বিশাল Application ভান্ডার আছে যার কারনে এই এন্ড্রোয়েড ফোনের Application এবং গেমস এর বিশাল চাহিদা। তাহলে ২০১৩ সালের এন্ড্রোয়েড ফোনের দুটি অসাধারন গেইম ডাউনলোড করে খেলে দেখেন, আশা করি ভাল লাগবে। তাহলে দেরি না করে এখনি ডাউনলোড করে নিন ।
নিচে কিছু Screenshor দেখে নিন


Temple Run Oz 1 0 1. Full apk
Download Now Temple Run Oz 1 0 1.Full apk 2013


3

TurboFly HD





বুধবার, ২৭ মার্চ, ২০১৩

আমরা অনেকেই গ্রামীনফোন সীম দিয়ে ফ্রী ইন্টারনেট ব্যবহার করছি, আর এই ফ্রী ইন্টারনেট এর রয়েছে কিছু সিমাবদ্ধতা, যেমন এটা দিয়ে Antivirus সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার Update করা যায় না।
আজ আমি দেখাব Antivirus সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার কিভাবে Update করবেন।
এই লেখাটি তাদের জন্য যারা বিভিন্ন ব্লগের টিপস্ অনুসরন করে ফ্রী ইন্টারনেট ব্যবহার করছেন এবং ফ্রী ইন্টারনেট এর বিষয়ে এক্সপার্ট না। কারন যারা ফ্রী ইন্টারনেট এর বিষয়ে এক্সপার্ট তারা আগেথেকেই এ বিষয়টি জেনে থাকবেন।
যে সফটওয়্যার Update করতে চান তার প্রক্সি সেটিংটি খুজে বের করুন, একেক সফ্টওয়্যার এর প্রক্সি সেটিং একেক যায়গায় থাকে, সবগুলো দেখানো তো সম্ভব না তাই আপনারা খুজে বের করুন, আর Kaspersky এর প্রক্সি সেটিং এবং Update কিভাবে করবেন তা ছবি সহ দেখিয়ে দিচ্ছি।
1. Kaspersky ওপেন করলে নিছের ছবির মত আসবে, এখান থেকে লাল চিহ্নিত Update লেখাতে ক্লিক করুন


 2. এখান থেকে লাল চিহ্নিত এরোতে ক্লিক করে Settings এ ক্লিক করুন


 3. এখান থেকে লাল চিহ্নিত Update source লেখাতে ক্লিক করুন


 4. এখান থেকে লাল চিহ্নিত Proxy server... লেখাতে ক্লিক করুন


 5. এখান থেকে লাল চিহ্নিত 1নং ঘরে ঠিক চিহ্ন দেন, 2নং ঘরে ঠিক চিহ্ন দেন, 3নং ঘরে ফ্রী ইন্টারনেটের জন্য ব্যবহার করা প্রক্সি এবং 4নং ঘরে প্রক্সি পোর্ট নাম্বার লিখুন তার পর সবগুলো উইন্ডোতে Ok করে বেরিয়ে আসুন


তারপর নেট কানেক্ট করে Kaspersky ওপেন করে Update লেখাতে ক্লিক করে Run update এ ক্লিক করলে Update শুরু হবে।

অনেক সময় আমাদের মোবাইলে বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস । সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় । এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কোনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা । তাই এইসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দেব । আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখে আসি কিভাবে এটা করবেন ।
*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***
প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call) ।
তারপর সেখান থেকে Divert when bus Iy /f busy তে চাপুন এবং Activate চাপুন ।
তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । ব্যাস আপনার কাজ শেষ ।
ক) জিপি এর জন্য – ১২৬৬
খ) রবি এর জন্য – ৮১২১
গ) বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯
* সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার ব্যবহার করে ট্রাই করে দেখেন হতেও পারে।
এবার ফলাফলঃ
এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গেছে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা ।
আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন ।
**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন ।
সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।
এইট আপডেট করা হয়েছে নতুন অপেরা দিয়ে।




Browser এবং একটি জিপি সিম। শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে। এজন্য নিচে ফলো করুন
Settings >wireless & networks >Mobile networks এ যান। যদি আপনি ডুয়েল সিম ইউজ করে থাকেন তাহলে Mobile networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে। যদি জিপি সিমটি SIM1হয় তাহলে subscription 1 সিলেক্ট করুন। আর যদি জিপি সিমটি SIM2 হয় তাহলে subscription2 সিলেক্ট করুন। ধরুন আপনার জিপি সিমটি সিম1 এ আছে। তাহলে subscription 1 সিলেক্ট করে এরপর Access Point Names এ প্রবেশ করুন। মেনু বাটন প্রেস করে new APN এ ক্লিককরুন।
এবার এভাবে কনফিগার করে নিন; name: GP-INTERNET APN: gpinternet Proxy: 80.239.242.112 port: 80 MCC:470 MNC:01 এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন।
এখন আপনাকে একটি হান্ডেলার OperaMini Browser ডাউনলোড করতে হবে। এটি ইনস্টল করার পুর্বে আপনার মোবাইলে যদি কোনো OperaMini Browser ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে নিন। এবার মোবাইলের ডাটা অন করে অপেরাটি ওপেন করুন। OperaMini Browser ওপেন করলে একটি হ্যান্ডেলার মেনু দেখতে পাবেন। *এখান থেকে proxy type এ HTTP সিলেক্ট করুন। *proxy Server বক্সে টাইপ করুন bd.dooplays.com এবার save প্রেস করুন। আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে অপেরা মিনিটি ইনস্টল হবে।
নিউ অপেরা download করেতে এখানে ক্লিক করুন।

**ভালো স্পীড পেতে অবশ্যই যেকোনো একটি প্যাকেজ কিনে নিবেন**
আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকেন এই কামনা রইলো মহান আল্লাহর কাছে। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়াতে ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে একটি ইসলামিক ওয়েবসাইট এর এড্রেস শেয়ার করতে এসেছি।
তবে চলুন দেখা যাক তা কি.......


চলুন দেখে নেওয়া যাক http://www.tanzil.net এর কিছু সুন্দর বৈশিষ্ট্যঃ
  1. এই ওয়েবসাইটে আপনারা পবিত্র কুরআনের ১০৬ অনুবাদ পাবেন।
  2. এই সাইটে আপনি সুমিষ্ট কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে পারবেন।
  3. বিভিন্ন স্টাইল ও সাইজ এর ফন্টে আরবি পরতে পারবেন।
  4. এখানে আপনি ছুরা এবং আয়াত নাম্বার দিয়ে ব্রাউজ করতে পারবেন।
  5. তেলাওয়াত এর সাথে সাথে আপনাকে লাইন মার্ক করে দেখানো হবে কোন আয়াত পাঠ করা হচ্ছে।
  6. আরবি কোন আয়াত এর উপর মাউস নিয়ে গেলে আপনাকে আপনার সিলেক্ট করা অনুবাদ দেখাবে; যদি আপনি অনুবাদ হিসেবে বাংলা সিলেক্ট করেন তবে বাংলা দেখাবে, আর ইংলিশ সিলেক্ট করা থাকলে ইংলিশ দেখাবে।

আপনারা এই টিউন এর আংশিক বা সম্পূর্ণ টা নিজের ওয়েব সাইটে বিনা অনুমতিতে প্রকাশ করতে পারেন; অবশ্য যদি আপনাদের ইচ্ছা হয়। সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

আজ এই পর্যন্তই, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো থাকবেন। পরিশেষে আমার পরিবারের সকলের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে শেষ করছি।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন আর সুস্থ থাকুন এটাই কামনা করছি। আজ আপনাদের সাবার সাথে এমন কিছু সফওয়্যার শেয়ার করলাম যা অনেকের কাছে অজানা। যারা জানেন তাদের জন্য না। যারা জানেন তারা আজে বাজে মন্তব্য করবেন না। আমার ভাল লাগল তাই সাবার সাথে শেয়ার করলাম। এই সফটওয়্যার ছাড়াও অনেক অনেক সফটওয়্যার আছে যার কাজ একই। তাও সবার সাথে শেয়ার করলাম। তাহলে আর দেরী না করে মূল কথায় আসা যাক। তাহলে দেখি নিচের সফটওয়্যরার গুলো।
০১. Mitto

আমরা অনেকেই অনেকরকম পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে থাকি। মিটো হচ্ছে আরেকটি সেফ অনলাইন পাসওয়ার্ড ম্যানেজার। সত্যি বলতে কি, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করলেও আপনি আপনার পাসওয়ার্ড ভূলে যেতে চাইবেন।

০২. Square leaf

স্টিকি নোটের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এটিও একটি সিম্পল ভার্চুয়াল স্টিকি নোটের উইন্টারবোর্ড। আপনার সমস্ত স্টিকি নোটকে আপনার প্রয়োজন মত থরে থরে সাজিয়ে নিতে পারবেন বাস্তবের মতই। তবে বাস্তবের সাথে ফারাক এটুকুই যে এটি দেয়াল থেকে কখনই পড়ে যাবে না।

০৩. We transfer

ছোট বড় অথবা মাঝারী যে কোন সাইযের ফাইল আপনার ফ্রেন্ডেকে সে্ড করতে পারবেন আরো সহজে এই প্ল্যাটফর্মের সহযোগীতায়। এর সাহায্যে ট্রান্সফার করা যাবে ডকুমেন্টস, ভিডিও, অডিও, ফটো এ্যালবাম সহ আরো অনেক ক্যাটাগরীর জিনিসপত্র।

০৪. Youblisher

আপনার যে কোন পিডিএফ ডকুমেন্টকে ফ্লিপেবল এবং আকর্ষনীয় বুক স্টাইলে সাজিয়ে তুলতে আপনি এই প্ল্যাটফর্মটি একবার হলেও ব্যবহার করে দেখতে চাইবেন।

০৫. Profilder

আমরা অনেকেই ফেসবুক ছাড়াও অনলাইনে নিজেদের একটা প্রোফাইল বানিয়ে থাকি। যাদের এরকম শখ আছে তারা সহজেই আকর্ষনীয় প্রোফাইলিং করতে এই টুল টি ব্যবহার করতে পারেন।

০৬. Flock draw

এটি একটি রিয়েলটাইম কলাবরেটিভ ড্রয়িং প্ল্যাটফর্ম। আপনার যা খুশি আকতে পারবেন শুধু আপনাকে উপযুক্ত অবজেক্ট টি বেছে নিতে হবে। সিম্পল

০৭. Free my PDF

বিভিন্ন পিডিএফ ফাইল থেকে নানা রকমের রেস্ট্রিকশান এবং পাসওয়ার্ড সরিয়ে দিতে এটি ওয়েবওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।

০৮. এ্যাপোলো

আপনার ফ্রেন্ড, ক্লায়েন্ট এবং কলিগদের সাথে কানেকশান এবং ফিডব্যাকিং ঠিক রাখার একটি যথার্থ প্ল্যাটফর্ম এটি।

০৯. গুগল ব্রাউজার সাইজ
Advanced System Optimizer: সিস্টেম ইউটিলিটি জগতে যত সফটওয়্যার আছে তার মধ্যে এটির অবস্থান এক নাম্বারে। আমরা প্রতিদিন কিছু প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল দেয়ার সাথে সাথে কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যার/ফোল্ডার ইন্সটল দিয়ে ফেলি । এর ফলে পিসি অনেক স্লো হয়ে যায়। এডভান্স সিস্টেম অপ্টিমাইজার আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারে । এই সফটওয়্যার এর মাধ্যমে সহজেই স্পাইওয়্যার, এডওয়্যার, অতিরিক্ত ফাইল-ফোল্ডার রিমুভ করতে পারবেন ।

এক নজরে এর ফিচার সমুহঃ
এটি আপনার পিসি এর সমস্যা নির্ণয় করতে ও আপনার কম্পিউটার এর মান বজায় রাখতে সাহায্য করবে । 
  •  এটি এক ক্লিক এর মাধমে আপনার হার্ড ড্রাইভ থেকে স্পাইওয়্যার বা বাগ দূর করে ।
  •  এতে আপনার সিস্টেম সহ নিরাপত্তা সেটিংস এর  নিখুঁত এবং অনুরূপ ফাইল লোকেটিং এর বৈশিষ্ট্য আছে ।
  •  আপনার পিসি এর জাঙ্ক ফাইল দূর করবে ।

সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । 


WinZip System Utilities Suite:সিস্টেম ইউটিলিটি জগতে এটির অবস্থান দুই নাম্বার এ । এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনার পিসির জাঙ্ক,টেম্পোরারি ফাইল, রেজিস্ট্রি এরর ইত্যাদি দূর করতে পারবেন ।

এক নজরে এর ফিচার গুলোঃ

  • পরিস্কার করে জাঙ্ক ডাটা এবং ডিস্ক স্পেস খালি করে । 
  • লুকানো বাগ পরিস্কার করে ।
  • পুরানো এবং অনুপস্থিত ড্রাইভার স্ক্যান করে ।
  • রেজিস্ট্রি এরর পরিষ্কার করে ।
  • আপনার পিসির পারপরমেন্স আগের অবস্থা থেকে দ্রুত করে।
সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।


TuneUp Utilities: এই সফটওয়্যারটিও মোটামুটি উন্নত মানের । তবে উপরের সফটওয়্যার গুলোর মত না।
সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।


CCleaner : এই সফটওয়্যারটির সম্ভবত আমরা সবাই জানি । আমরা কম্পিউটার এ অথবা ইন্টারনেট এ কাজ করার সময় কিছু হিস্ট্রি,জাঙ্ক,টেম্পরারি ফাইল সি ড্রাইভ এ জমা হয় । এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনি এই সমস্ত ফাইল পরিস্কার করতে পারবেন ।


সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
সবাইকে সালাম। আজ সবার সাথে এমন কিছু প্রয়োজনীয় সফটওয়্যার শেয়ার করব যা দৈনন্দিন জীবনে, মানে কম্পিউটার ব্যবহারকারীদের বেশ কাজে লাগবে। যাদের লাগবে তারা ফ্র ডাউনলোড করে নিন।

KeePass Password SafeKeePass Password Safe Free secure password manager
Glary Utilities Free Free all-in-one system utilities
CalibreCalibre Free e-book manager and reader
Freemake Video ConverterFreemake Video Converter Free video conversion and editing
AutoRunsAutoRuns Free advanced startup manager
EaseUS Todo Backup FreeEaseUS Todo Backup Free Free backup and restore your system
PeaZipPeaZip Free archiving and compression utility
Freemake Video DownloaderFreemake Video Downloader Free download online videos
Free Download ManagerFree Download Manager Free download accelerator and manager
Emsisoft Emergency KitEmsisoft Emergency Kit Free portable malware removal kit
FastStone Image ViewerFastStone Image Viewer Free full featured image viewer
NirLauncherNirLauncher Free 100+ portable system utilities
CCleaner (Slim)CCleaner (Slim) Free remove junk files and Internet traces
DVDVideoSoft Free StudioDVDVideoSoft Free Studio Free more than 30 free audio and video utilities
PicPickPicPick Free capture and edit screen captures
PDF-XChange ViewerPDF-XChange Viewer Free View and annotate PDF files
AudacityAudacity Free audio editor and sound recorder
DropboxDropbox Free online backup and synchronization
TixatiTixati Free Bit Torrent download client
Auslogics Disk DefragAuslogics Disk Defrag Free disk defragmentation tool
Partition Wizard (Home)Partition Wizard (Home) Free manage and resize disk partitions
mp3DirectCutmp3DirectCut Free cut MP3s without decompression
SkypeSkype Free make Internet phone calls
PhotoFiltrePhotoFiltre Free photo editing and effects
AvidemuxAvidemux Free video editor for simple cutting and encoding
PicasaPicasa Free image viewer and organizer
PhotoscapePhotoscape Free photo editing suite
XnViewXnView Free Viewer and convert more than 400 image formats
Google EarthGoogle Earth Free interactive satellite maps
VLC Media Player (VideoLAN)VLC Media Player (VideoLAN) Free media player and streaming server
Secunia PSISecunia PSI Free patch and update insecure programs
uTorrentuTorrent Free BitTorrent client
ContaCamContaCam Free Video Surveillance software
BullZip PDF PrinterBullZip PDF Printer Free convert documents to PDF
FileZillaFileZilla Free Open Source FTP client
QTranslateQTranslate Free translate any text between dozens of languages
RecuvaRecuva Free undelete files and folders
StickiesStickies Free sticky notes for your desktop
SUPERAntiSpyware FreeSUPERAntiSpyware Free Free find and remove adware and spyware
avast! Free Antivirusavast! Free Antivirus Free anti-virus scanner
JD Auto Speed TesterJD Auto Speed Tester Free test your internet connection speed
SterJo KeyFinderSterJo KeyFinder Free recover product keys from software and games
AllDupAllDup Free find duplicate files

Recent Comments