শনিবার, ২৫ মে, ২০১৩

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি ।

এখন থেকে মোবাইলেও বলবে, বস মোবাইল চালু হচ্ছে।
তার জন্য আপনার মোবাইলে rompather + apply থাকতে হবে। তারপর এখান থেকে start up voice.sis softwar download করে install করুন। mobile off করে open করুন। দেখবেন mobile বলছে, বস মোবাইল চালু হচ্ছে।

download link:
1.rompatch s60.sisx
2.start up voice .sis
আপনাদের জন্য খুশির খবর। আবারো শুরু হলো TK এক হাজার উৎসব। এখানে আপনি প্রথমে প্রবেশ করবেন। আপনার মোবাইলে একটি কোড পাঠানো হবে, সেটি ওয়েবসাইট এ প্রবেশ করান, সাথে আপনার বিস্তারিত তথ্য দিন। এই প্রক্রিয়া শেষ হলে আপনার একাউন্ট এ TKদশ জমা হবে। এবার আপনাকে একটি রেফারেন্স লিঙ্ক দেওয়া হবে যেটি আপনি মিনিমাম ৫০ জন ফ্রেন্ড এর সাথে share করে মোট TK পাঁচশত পাবেন। এছাড়া রেফারেন্স বেশী হলে আপনি TKদুই হাজার পর্যন্ত পেতে পারেন। আপনাদের অনেকে বলতে পারেন যে এটি একটি ভুয়া পদ্ধতি, কিন্তু আমি আপনাদের বলছি এটা ১০০% কার্যকরী পদ্ধতি। আমার উপর ভরসা করা বা না করা এটা সম্পুর্ণ আপনাদের ব্যাপার। কোন ভুয়া কমেন্টে বিশ্বাস না করে একবার যাচাই করে দেখুন প্রতিটি সফল রেফার এর জন্য আপনার একাউন্টে TKদশ করে জমা হবে। আপনি মিনিমাম TK ৪০ হলে টপ আপ করতে পারবেন। চলবে ২৯ মে ২০১৩ পর্যন্ত। সকল মোবাইল অপারেটর এর জন্য এটি প্রযোজ্য। অংশগ্রহন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

সাইন আপ করতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩



আমরা অনেকেই ইন্টারনেট অনেক দিন ধরে ব্যবহার করে আসছি। কিন্তু সহজে ফ্রী কোন কিছু ব্যবহার করতে পারিনি। তাই এবার ফ্রী ৫ মিনিট কল করুন যেকোনো মোবাইলে। তাহলে শুরু করা যাক।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১/ এখানে যান  PC অথবা মোবাইল থেকে।

২/Try us out with a free call এ ক্লিক করুন।

৩/সাইন আপ ফরম আসবে। এখানে first name, last name, country, phone number (যেটা দিয়ে কথা বলবেন 0 বাদ দিয়ে নাম্বারটা দিন), email, password তথ্যগুলো দিন এবং Agree to our term এর বক্সে ক্লিক করে create a free account এ ক্লিক করুন। সাইন আপ শেষ।

৪/ welcome to localphone পেজ থেকে make a fee call সিলেক্ট করুন।

৫/এবার যাকে কল দিতে চান তার নাম, দেশ ও নাম্বার বসিয়ে choose how to call এ ক্লিক করুন।

৬/call from your phone সিলেক্ট করুন। (পেজটা সেভ করুন)

৭/call me now এ ক্লিক করলেই আপনার মোবাইল এ কল আসবে এবং রিসিভ করলে মোবাইল এ 1 প্রেস করতে বলবে। প্রেস করুন। লাইনটি এমনিতেই কেটে যাবে।

৮/এরপর পেজ টি(যেটা সেভ করেছেন) রিলোড করলেই দেখবেন make your free call now or continue calling আছে। ওখানে ক্লিক করলেই আপনার মোবাইলে আবার কল আসবে।
আপনার কাজ শেষ। কাঙ্খিত নাম্বারে কল চলে যাবে। এখন কথা বলুন।

কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

বুধবার, ২২ মে, ২০১৩

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন ।

আপনারা অনেকে GPMMS দিয়ে ফ্রী নেট চালাচ্ছেন । আর সেটা Mozilla firefox এ proxy sitting দিয়ে । কিন্তু আমি আজকে আপনাদেরকে একটি সফটওয়্যার দিব , যেটা দিয়ে নেট চালাবেন সব browser এ কোন proxy sitting ছাড়াই । এছা  সব ওয়েবসাইট এ আপনি ঢুকতে পারবেন সরাসরি । কোন ssl proxy server এ ঢোকা লাগবেনা । এই সফটওয়্যারের নাম অনেকে হত শুনেছেন । আমি যেই সফটওয়্যারের কথা বলছি সেটা হচ্ছে Proxifier । সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে । ইন্সটল করে যখন ওপেন করবেন তখন এই serial key : 2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D দিয়ে অ্যাক্টিভ করে নিবেন । এখন আপনাকে যা করতে হবে   :

১.  new profile এ যাবেন



২.  Add এ ক্লিক করুন



৩.  Server address 10.128.1.2 এবং Port 8080 দিবেন ।  Protocol  https দিবেন । এবার  ok ক্লিক করুন । ব্যস হয়ে গেল ।



এখন ফ্রী নেট ইউস করুন যেকোন browser এ  Full speed এ ।
আমার টিউনটি ভাল লাগলে comment করবেন ।  আর সমস্যা হলে জানাবেন ।
আসসালামু আলাইকুম ।আশা করি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি ।

আমি আজকে আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো তার নাম হলো 
Oxelon Media Converter


এই সফটওয়্যার এর video/audio করার Format  গুলো হল -

Video Formats :  
3GP, 3G2, ASF, AVI, DV, DVD MPEG2, FFM, FLV, GIF, MOV, MP4, MPEG1,MPEG2 PS, MPEG2 TS,NUT, PSP, RAW YUV, RM, SVCD MPEG2, SWF, VCD MPEG1, VOB, YUV4MPEG, M1V, M2V, M4V.

Audio Formats
AC3, AAC, AIFF, AMR, AU, FLAC, MMF, MP2, MP3, OGG, VOC, WAV.

এটির ব্যবহার খুবই সহজ। তাই আর কথা না বাড়িয়ে এখনই ডাউনলোড করে নিন । সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে  ক্লিক করুন।

সবাই ভালো থাকবেন । আর Post কেমন হলো তা জানাতে ভুলবেন না ।

সোমবার, ২০ মে, ২০১৩

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম English Grammar for BCS, Job & University Admission Exam এর বাংলা বই। এই বইগুলো যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপকারি। আপনারা যারা ইংরেজি গ্রামার নিয়ে চিন্তা করেন তাদের আর চিন্তা করতে হবে না। আশা করি এই বইগুলো আপনাদের ইংরেজি গ্রামার শিখতে সাহায্য করবে।  ডাউনলোড করে রাখতে পারেন, কারন বই একদিন না একদিন আপনার কাজে আসবেই। এই বইগুলোতে বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সকল Topic নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি বইয়ে কি কি Topics থাকছে তা নিচে দেওয়া হল। বইগুলো কম্পিউটার ও মোবাইল দুটির জন্যই দেওয়া আছে। আপনাদের মোবাইল এ যদি পিডিএফ রিডার থাকে তাহলে আপনারা বইগুলো  মোবাইলেই পড়তে পারবেন।

1. Correction Of Sentence
আপনাদের জন্য প্রথম যেই PDF টি দিলাম সেটি হল Correction Of Sentence এর বিভিন্ন Rule নিয়ে। এই বইটিতে কিভাবে কোন sentence কে grammaticaly correct করতে হবে তার জন্য প্রায় 100টি Rule দেওয়া আছে। আপনারা হয়ত জানেন যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ১-২টি Sentence Correction থাকে।
File name: Correction Of Sentence
Download link: http://www.mediafire.com/?ikx8gr95f9wv3jp
File name: Correction Of Sentence (mobile)
Download link: http://www.mediafire.com/?wo524tagksc7xmn


2. 100 Proverbs
আপনি জানেন যে ইংরেজিতে যে সব প্রবাদ বাক্য আছে তা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বইটিতে ১০০টি গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য দেওয়া হল।
File name: 100 Proverbs
Download link: http://www.mediafire.com/?37ivzmviffalvi7

3. English Grammar part__1
এই বইটি সম্পর্কে কিছু বলবনা শুধু এই বইটিতে কি কি Topics নিয়ে আলোচনা করা তার লিস্ট দিলাম- Noun {Singular & Plural Noun}, Pronoun {Relative, Reflexive, Demonstrative, Possessive- Pronoun}, Adjective, Adverb, Tense {Present, Past, Future}, Basic verb Rule/Base form of verb, Infinitive, Gerund, Subjunctive, Causative Verb, Determiners, Conjunction/Completing sentence, Conditional, Subject Verb Agreement, Affirmative & Negative Agreement, Tag Question, Degree & Voice.
File name: English Grammar Part_1
Download link: http://www.mediafire.com/?cmfwkpwnj5ak6qo
File name: English Grammar Part_1 {Mobile Version}
Download link: http://www.mediafire.com/?xa8ph7xwbalufvb

4. Article & Preposition
এই বইটিতে আমি দিয়েছি দুটি topic কারন আপনি জানেন ইংরেজি গ্রামারে Article & Preposition এর গুরুত্ব। বইটিতে Article & Preposition এর ব্যবহারের নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
File name: English Grammar Part_2 (Article & Preposition)
Download link: http://www.mediafire.com/?plekoa6dkz546d1
File name: English Grammar Part_2 {Mobile Version}
Download link: http://www.mediafire.com/?mw4t2ad9mn8ijnc

5. এই বইটি হচ্ছে গ্রামার এর বিরচন অংশ নিয়ে এই বইটিতে আপনি কি কি পাবেন তার জন্য নিচের লিস্টটি দেখতে পারেন।
  •  Phrase & idioms
  •  Translation
  •  Vocabulary with Bengali meaning plus Synonyms & Antonyms
  •  Analogy
  •  Correct Spelling
  • Pair of Words with Example
File name: English Grammar Part_3
Download link: http://www.mediafire.com/?3zdmubuwk0x5uwo
File name: English Grammar Part_3 {Mobile Version}
Download link: http://www.mediafire.com/?imqv3b03jkuu5h9

রবিবার, ১৯ মে, ২০১৩

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


কম্পিউটার কী-বোর্ডের উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন F1 থেকে F12 পর্যন্ত ১২টি কী দেওয়া আছে। এই Key গুলো কে Function key বলে। এই কি গুলোর এক একটির কাজ এক এক রকম ।

তাহলে চলুন এক এক করে শিখে নিই এই ফাংশান Key গুলোর কাজঃ 
F1 : এই বাটন টি যেকোন প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কী হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে। যেমন আমি ফটোশপের কিছু হেল্প নিব, তাহলে ফটোশপ সফটওয়্যার চালু করুন আর আর ফাংশান কি F1 চাপুন, তাহলে ফটোশপ সম্পর্কে সাহায্য পাবেন।


F2 : Rename করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয়। আপনার সিলেক্টকৃত কোণ ফাইল বা ফোল্ডার রিনেম করতে ফাংশান কি F2 বাটন চাপুন । তাছাড়াAlt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন। আরেকটা ব্যবহার আমি করে থাকি আর তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা। তার জন্য জাস্ট Ctrl+F2 চাপুন।

F3 : শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন। Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোন শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করা যায়। এবং সিলেক্টকৃত ঐ শব্দটির প্রথম অক্ষর যদি বড় হাতের করতে চান তাহলেও Shift+F3 চাপুন।

F4 : এই বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।

F5 : মাইক্রোসফট ওয়ার্ডে Find, Replace, Go To উইন্ডো খোলা হয় এই বাটন চেপে। যেকোন পেজ রিফ্রেশ করতে এই বাটন টি ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা এবং বন্ধ করার জন্য এই বাটন টি ব্যবহার করা হয়।

F6 : মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে এটি চাপলেই হবে Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায়।

F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।

F8: বিশেষ করে কম্পিউটার চালু করার সময় এই কী টা কাজে লাগে । সাধারণত উইন্ডোজ safe mood এ চালু করার জন্য ব্যবহার করা হয়।

F9 : Windows Setup দেওয়ার সময় এই কী চাপ দিয়ে Fast Boot ডিভাইস CD Room দেখানো যায় আবার Quark Express 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করার জন্য এটি কাজে লাগে।

F10 : এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11 : আপনার সামনে স্ক্রিনে একটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন টি চাপলেই হবে।

F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়।



বর্তমান সময়ে আমরা সবাই অভ্র ব্যবহার করে থাকি। আর এই অভ্র সফটওয়্যার এ বাংলা এবং ইংরেজী ভাষা সিলেক্ট বা পরিবর্তন করতে ডেস্কটপ কম্পিউটারে শুধু মাত্র F12 চেপে বাংলা থেকে ইংরেজীতে বা ইংরেজী থেকে বাংলা মুডে নেওয়া যায় ।
 
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।


শনিবার, ১৮ মে, ২০১৩

আজ থেকে কোন সফটওয়্যার এর সিরিয়াল key নিয়ে টেনশনের দিন শেষ। এখন আপনি একটি ওয়েব সাইটের মাধ্যমে খুব সহজে যে কোন সফটওয়্যার এর সিরিয়াল কি বের করতে পারবেন। তার জন্য এখানে  ক্লিক করুন, নিচের মত দেখবেন………………………



এবার লাল দাগ দিয়ে চিহ্নিত জায়গায় সফটওয়্যার এর নাম লিখে (যেটার সিরিয়াল খুজতেছেন) search এ ক্লিক করুন। নিচের মত দেখবেন…


এখন আপনি download এর নিচের অপশনগুলো বাদ দিয়ে serials থেকে আপনার পছন্দ মত যে কোন একটিতে ক্লিক করুন, দেখবেন কিছুক্ষন পরেই আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যার এর সিরিয়াল key চলে আসছে। আমি microsoft office 2003 লিখে সার্চ করলাম তাই microsoft office 2003 দেখা যাচ্ছে।


বিঃ দ্রঃ আপনি আরেকটি পদ্ধতিতেও সফটওয়্যার এর সিরিয়াল key বের করতে পারবেন। সেটি হল “গুগোল” মামার মাধ্যমে। শুধু গুগোলে গিয়ে টাইপ করুন 94fbr তারপর একটি স্পেস দিয়ে আপনার সফটওয়্যার এর নাম লিখে সার্চ করুন। আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত সিরিয়াল key পেয়ে যাবেন।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। ভাল লাগলে কমেন্টস করবেন।

বুধবার, ১৫ মে, ২০১৩

আসসালামু আলইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করি।
আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করলাম, যার মাধ্যমে ফেসবুক সহ পৃথিবীর সব সোস্যাল সাইটগুলোতে চ্যাট করতে পারবেন একই সাথে। আপনারা হয়ত অনেকেই ভাবতে পারেন, চ্যাটতো ফেসবুক ওপেন করেই করা যায়। কিন্তু এই সফটওয়্যার টার সুবিধা হল ফেসবুক বা অন্য কোন ওয়েবসাইটে চ্যাট করার জন্য আপনার আলাদা করে ঐ ওয়েবসাইটের পেজ ওপেন করে রাখার কোন দরকার নেই। তাছাড়া যাদের সারাদিন ফেসবুকের হোম পেজ খুলে বসে থাকার সময় নেই তাদের জন্য এটি অত্যন্ত জরুরি। কারন এর দ্বারা তারা থাকবেন সবসময় অনলাইন।


তাহলে এবার আমি যে সফটওয়্যার এর কথা বলছিলাম সেটার কথা বলি। সফটওয়্যারটির নাম Pidgin যার বাংলা অর্থ কবুতর। এই সফটওয়্যার এর ফিচারগুলো নিচে লিখলাম।
# সম্পূর্ণ ফ্রি।
# ওপেন সোর্স সফটওয়্যার।
# এই একটি সফটওয়্যার থেকেই আপনি যেসব ওয়েবসাইটে চ্যাট করতে পারবেন সেগুলো হলঃ
AIM, Bonjour, Facebook, Gadu-Gadu, Google Talk, Nimbuzz, Group Wise, ICQ, IRC, MSN, MX It, My Space, SILC, Simple, Sametime, XMPP, Yahoo এবং Yahoo Japan।
# আপনি একাধিক একাউন্টে লগইন করলেও সব ফ্রেন্ড একই ফ্রেন্ডলিস্টে শো করবে। অর্থাৎ ধরুন আপনি একসাথে ফেসবুক এবং গুগল টক দুটোতে লগইন করলেন, তখন আপনার ফেসবুক এবং গুগল টক এর ফ্রেন্ডদের কে একই ফ্রেন্ডলিস্টে দেখানো হবে। তাই আপনি আরাম করে দুটো একাউন্ট একসাথে রান করতে পারবেন।
# অত্যন্ত ফাস্ট।
# চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।
আরো মেলা কিছু…
তাহলে দেরি না করে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন Pidgin সম্পূর্ণ বিনামুল্যে
http://www.pidgin.im/download/
Offline ভার্সনটা নামালে ভাল হয়। নামিয়ে ইন্সটল করে নিন। এবার এই লিঙ্ক থেকে
Facebook Plugin For Pidgin নামিয়ে নিন
Pidgin Facebook Plugin_upped_by_shovik_chowdhury.zip
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাদের কম্পিউটার আছে এবং নেট চালান তাদের এন্টিভাইরাস এর প্রয়োজন অবশ্যই। এবং অনেকে আমার মত টাকা দিয়ে কিনতে চাননা।
তাই এই টিউনটা তাদের জন্যই। ভুল হলে ক্ষমা করবেন।

1. Avast Free Antivirus
https://secure.download-sponsor.de/?pid=techradar&cid=3051650



2. Panda Cloud Antivirus Free
https://secure.download-sponsor.de/?pid=techradar&cid=5070737



3. Emsisoft Emergency Kit
http://www.emsisoft.com/en/software/eek



4. ZoneAlarm Free Antivirus + Firewall
https://secure.download-sponsor.de/?pid=techradar&cid=112094




5. Malwarebytes Anti-Malware Free
https://secure.download-sponsor.de/?pid=techradar&cid=551019



যদি আমার পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

সোমবার, ১৩ মে, ২০১৩

ফেসবুকের সব ভালো কিন্তু ট্যাগ নিয়ে প্রচণ্ড যন্ত্রনায় আছে বেশ কিছু মানুষ। তাদের মাঝে আমিও ছিলাম একটি সময়। আজ আমি নতুনদের দেখাব কিভাবে আপনার ফেসবুকে ট্যাগ করার অপশন টি বন্ধ করতে পারবেন। মানে হচ্ছে এখন আর কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। বিরক্তকর ট্যাগ অপশন টি থেকে সমাধান নিয়ে নিন। এই মুহূর্ত হতে যন্ত্রনা থেকে রেহাই পেয়ে যাবেন। নিচে দেখুন টিউটোরিয়ালটি।

১। ফেসবুকে লগইন করে Privacy settings. এ প্রবেশ করুন। চিত্র দেখে নিন।

২। এবার Timeline and Tagging অপশন এ প্রবেশ করুন।

৩। এবার  Timeline and Tagging থেকে খুজে নিন এই লিখাটি Who sees tag suggestions when photos that look like you are uploaded?

৪। এখন Edit এ ক্লিক করে  No One দিয়ে দিন। এটি আউট সেভ হয়ে যাবে এবং এখন আর আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না।



ধন্যবাদ সবাইকে।


কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ছোট সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার কম্পিউটার এর ফোল্ডার এর রঙ পরিবর্তন করতে পারবে। এই সফটওয়্যার দিয়ে আপনি ইচ্ছেমত বদলে নিতে পারবেন আপনার কম্পিউটার এর সমস্ত ফোল্ডার এর রঙ। এতে আপনার কম্পিউটার এর ভিতরে দেখতে চমৎকার লাগবে। দারুন এই সফটওয়্যারটি মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলছেন।

সরাসরি ডাউনলোড লিংক – এখনে ক্লিক করুন

এটি উইন্ডোজ ৮, এক্সপি এবং উইন্ডোজ ৭ এ চালাতে পারবেন। ডাউনলোড করে ইন্সটল করুন।
তারপর মাউস এর রাইট বাটন ক্লিক করে দেখুন বিভিন্ন রঙ সেখানে দেয়া আছে। আপনার যেটি পছন্দ হবে আপনি সেটি সিলেক্ট করে দিন, তাহলেই আপনার ফোল্ডারটি সেই কালার এর হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।

কথা বাড়াবোনা। শিরোনাম দেখেই আশা করি বুঝে গেছেন যে আজ কি নিয়ে লিখতেছি।
হ্যাঁ, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়া যে কোন ফাইল বা গুরুত্বপূর্ণ ফোল্ডার হাইড করবেন, যেন কেউ আর খুজে না পায়। এজন্য প্রথমে স্টার্ট মেনু থেকে run এ ক্লিক করুন,
তারপর লিখুন cmd  এবং এন্টার চাপুন, একটা window আসবে, সেখানে লিখুন attrib তারপর একটি space দিয়ে লিখুন +s তারপর একটি space দিয়ে লিখুন +h তারপর একটি space দিয়ে লিখুন drive এর প্রথম অক্ষর যে drive এর file বা folder hide করতে চান, তারপর ইস্টু (:) দিয়ে যে file বা folder hide করতে চান তা লিখে enter চাপলেই ঐ file বা folder hide হয়ে যাবে, যেমন আমি যদি raihan নামের একটি ফোল্ডার f drive থেকে hide করতে চাই, attrib< > +s < > +h < > f:raihan,
আবার folder টি ফিরিয়ে আনতে চাইলে শুধু +s +H এর জায়গায় -s -h হবে, আর সব নিয়ম আগের মতই…
ভাল লাগলে comments করলে খুশি হব।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন.....।।
আল্লাহ হাফেয…।

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। 
যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন। 
ফেইসবুক এখন পৃথিবীর ১ নম্বর সোশ্যাল মিডিয়া সাইট। প্রায় সব ইন্টারনেট ইউজার ফেইসবুক এর মাধ্যমে ফ্রেন্ডএর সাথে কানেক্ট রয়েছে। এটা আমরা জানি যে, ফেইসবুক এ কোনো ফ্রেন্ড যদি আমাদের আনফ্রেন্ড করে সেটা আমরা জানতে পারিনা এবং সেটা ফেইসবুক notify এর মাধ্যমে জানায় না। তাই আমরা জানতে পারিনা যে কোন ফ্রেন্ড আমাদের ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আপনাদেরকে জানিয়ে দিবে যে কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড করেছে।
 
The all features according to developer:
Unfriend Notifications!
যখন কেউ আপনাকে আনফ্রেন্ড করবে আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন যে, কে আপনাকে আনফ্রেন্ড করেছে।
 
 
 
Account Deletion Notices!
আনফ্রেন্ড নোটিফিকেশন ছাড়াও এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে, কেউ যদি তার ফেইসবুক এর প্রোফাইল delete করে বা ফেইসবুক এর প্রোফাইল এ কোনো রকমের পরিবর্তন আনে তাহলেও আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন।
এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। 
ডাউনলোড করুন এখান থেকে-
 
 ফেইসবুক এ কেউ আনফ্রেন্ড করলে জানতে পারবেন ছোট্ট একটি অ্যাড অনস এর মাধ্যমে
 
এটি ডাউনলোড করে ইনস্টল করার পর আপনি যেভাবে ফেইসবুক চালান সেভাবেই চালাবেন শুধু মেনু বারে একটি মেনু অতিরিক্ত যোগ হবে।
এটি 100% Safe & Secure!
আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।
 

মঙ্গলবার, ৭ মে, ২০১৩

আপনারা সবাই জানেন Avast Internet Security কিনে ব্যবহার করতে হয়। অন্যান্য internet Security’র চেয়ে দামও একটু বেশী। ১ বছরের লাইসেন্সের দাম  $50 বা ৩৯০০ টাকা। ২ বছরের লাইসেন্সের দাম  $75 বা ৫৮৫০  টাকা। ৩ বছরের লাইসেন্সের দাম $100 বা ৭৮০০ টাকা। সুত্রঃ
http://www.avast.com/internet-security (যদিও বাংলাদেশে সে তুলনায় কিছুটা কম দামে কিনতে পারা যায়)
Avast! Internet Security লিখে ইন্টারনেটে সার্চ দিলে অনেক লাইসেন্স এর সন্ধান পাবেন। ২০৫০ পর্যন্ত লাইসেন্সও পাবেন। কিন্তু দুঃখের বিষয় এই যে, ১ মাসের বেশী ব্যবহার করতে পারবেন না। কারন মেয়াদ ২০৫০ হলেও তা বৈধ করার কোন পদ্ধতি দেখানো হয়নি। কয়েক জায়গায় বৈধ করার কয়েকটি Crack সফটওয়্যার পেয়েছি। কিন্তু ওগুলো Malware, Rootkit, Trojan, bat ইত্যাদি ভাইরাসে পরিপূর্ণ, যা পিসির বারোটা বাজানোর জন্য যথেষ্ট। আবার বৈধ না করা পর্যন্ত avast থেকে ৩-৪ ঘন্টা পর পর
“Your avast! Internet Security is illegal and will shut down ” এই নটিফিকেশনটি আসতে থাকবে। কয়েকদিন পর আর আপডেট হবে না। একমাস পরে এমন অবস্থা হয় যে আনইনস্টল করা ছাড়া কোন উপায় থাকে না। যাইহোক, অনেক কথা বলে ফেললাম (যদিও কাজের কথা)। কিছু মনে করবেন না।
এখন চলে যাচ্ছি মূল কাজে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি ধাপে ধাপে করে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে করলে সহজেই করতে পারবেন। আর আমি ইচ্ছে করেই কোন স্ক্রীনশট দেইনি (তবে License Tools এ Image ফোল্ডারে দরকারী কিছু স্ক্রীনশট দিয়েছি)। আমি আপনাকে খাবার রেডি করে দিতে পারি। কিন্তু খেতে হবে আপনাকেই। আপনার মুখে খাবার তুলে দেয়া আমার কাজ না। আমি অনেক সহজ ভাষায় লিখেছি। তারপরও যদি না বুঝেন তাহলে না করাই উত্তম।

ধাপ-১: 
  • avast এর পুরাতন ভার্সন বা অন্য কোন আন্টিভাইরাস থাকলে আগে আনইনস্টল করে নিন।
  • এরপর সর্বশেষ ভার্সন Avast Internet Security 8  ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক
  • অন্যান্য সফটওয়্যারের মত ইনস্টল করে নিন।
  • ইনস্টল শেষ হলে পিসি রি-স্টার্ট দিন।
ধাপ-২:
এবার আমরা কাজ করব লাইসেন্সের জন্য।


  • প্রথমে License Tools ফাইলটা ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক
  • ডাউনলোড শেষে License Tools নামের ফাইলটা আনজিপ করে নিন।
ধাপ-৩:
  • এবার Avast Internet Security প্রোগ্রামটি Open করুন। Settings এ ক্লিক করুন।
  • এরপর Troubleshooting (একেবারে নিচে) ক্লিক করুন।
  • এবার Troubleshooting মেনুর চার নাম্বার ঘরের টিকচিহ্নটি উঠিয়ে দিন। 
  • অর্থাৎ, Enable avast! Self defense module ঘরটি টিক চিহ্নিত থাকলে তা উঠিয়ে দিন। এর পর OK করে avast ক্লোজ করে দিন।
ধাপ-৪:
এবার License Tools ফোল্ডারটি ওপেন করুন। ওখান থেকে Mahabub.exe নামের ফাইলটি Run as administrator হিসেবে রান করান। পাসোয়ার্ড চাইলে দিবেন ZeNiX ।
সেটআপ শেষে পিসি পূনরায় রি-স্টার্ট দিন।

ধাপ-৫:
  • Avast Internet Security ওপেন করুন। নিশ্চই দেখতে পাচ্ছেন Trial Period not activated. BUY NOW  এরকম লেখা। মানে avast মামু এখনো একটিভ  হয় নি। নো টেনশন। মে হু না!!!
  • Maintenance (avast এর মেনু) এ ক্লিক করুন।
  • তারপর Subscription এ ক্লিক করুন।
  • Active Trial Period এ ক্লিক করুন (অবশ্যই ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে)।
  • এবার নিশ্চই internet security active হয়ে গেলো। কিন্তু ২০৫০ সাল পর্যন্ত মেয়াদ দেখাচ্ছে না। 
  • তা দেখতে হলে আপনার পিসিকে আরো একবার রি-স্টার্ট করতে হবে। একটু বিরক্তি আসতেই পারে। এই বিরক্তিটাই কিছুক্ষন পরে আপনাকে হাস্যোজ্জ্বল করে তুলবে। রি-স্টার্ট করার আগে আর একটু কাজ করতে হবে।
শেষ ধাপ:
এখোনো কিন্তু আপনার Internet Security টি illegal. তাই অ্যাভাস্ট মামু কিছুক্ষন পর পর
“Your avast! Internet Security is illegal and will be shut down” এরকম লেখা দেখাবে। ভয়ের কিছু নেই। এরও সমাধান বের করেছি। License Tools এ Version.dll নামে একটা ফাইল দেয়া আছে। এটাকে কপি করে নিচে দেয়া দুটি ফোল্ডারে পেস্ট করুন।
C:\Program Files\AVAST Software\Avast
(C ড্রাইভ থেকে Program Files > Avast Software > Avast ফোল্ডার এর ভেতর পেস্ট করুন)
C:\Program Files\AVAST Software\Avast\Setup
(C ড্রাইভ থেকে Program Files >  Avast Software >  Avast  > Setup ফোল্ডারে পেস্ট করুন)
এবার Avast! Internet Security প্রোগ্রামটি পুনরায় ওপেন করুন। Settings এ যান। এরপর Troubleshooting এ যান। Enable avast! Self-defense module এর ঘরটি পুনরায় টিক চিহ্নিত করে OK করে দিন।
এবার রি-স্টার্ট দিতে পারেন। এখন আপনার খুশি হবার পালা। নিশ্চই আপনার চোখ অনেক বড় হয়ে গেলো। হবারই কথা বটে। কারন আপনি না কিনেই Avast! Internet Security  বৈধভাবে ব্যবহার করতে পারতেছেন। তাও আবার ২০৫০ সাল পর্যন্ত।

কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা ?
ভাল থাকেন এই কামনায় আমার আজকের পোস্ট শুরু করলাম।




কথা না বাড়িয়ে দেখে নিন
মহান আল্লাহ তালার পবিত্র নাম সমুহ।
1 Allah (الله) The Greatest Name
2 Ar-Rahman (الرحمن) The All-Compassiona te
3 Ar-Rahim (الرحيم) The All-Merciful
4 Al-Malik (الملك) The Absolute Ruler
5 Al-Quddus (القدوس) The Pure One
6 As-Salam (السلام) The Source of Peace
7 Al-Mu’min (المؤمن) The Inspirer of Faith
8 Al-Muhaymin (المهيمن) The Guardian
9 Al-Aziz (العزيز) The Victorious
10 Al-Jabbar (الجبار) The Compeller
11 Al-Mutakabbir (المتكبر) The Greatest
12 Al-Khaliq (الخالق) The Creator
13 Al-Bari’ (البارئ) The Maker of Order
14 Al-Musawwir (المصور) The Shaper of Beauty
15 Al-Ghaffar (الغفار) The Forgiving
16 Al-Qahhar (القهار) The Subduer
17 Al-Wahhab (الوهاب) The Giver of All
18 Ar-Razzaq (الرزاق) The Sustainer
19 Al-Fattah (الفتاح) The Opener
20 Al-`Alim (العليم) The Knower of All
21 Al-Qabid (القابض) The Constrictor
22 Al-Basit (الباسط) The Reliever
23 Al-Khafid (الخافض) The Abaser
24 Ar-Rafi (الرافع) The Exalter
25 Al-Mu’izz (المعز) The Bestower of Honors
26 Al-Mudhill (المذل) The Humiliator
27 As-Sami (السميع) The Hearer of All
28 Al-Basir (البصير) The Seer of All
29 Al-Hakam (الحكم) The Judge
30 Al-`Adl (العدل) The Just
31 Al-Latif (اللطيف) The Subtle One
32 Al-Khabir (الخبير) The All-Aware
33 Al-Halim (الحليم) The Forbearing
34 Al-Azim (العظيم) The Magnificent
35 Al-Ghafur (الغفور) The Forgiver and Hider of Faults
36 Ash-Shakur (الشكور) The Rewarder of Thankfulness
37 Al-Ali (العلى) The Highest
38 Al-Kabir (الكبير) The Greatest
39 Al-Hafiz (الحفيظ) The Preserver
40 Al-Muqit (المقيت) The Nourisher
41 Al-Hasib (الحسيب) The Accounter
42 Al-Jalil (الجليل) The Mighty
43 Al-Karim (الكريم) The Generous
44 Ar-Raqib (الرقيب) The Watchful One
45 Al-Mujib (المجيب) The Responder to Prayer
46 Al-Wasi (الواسع) The All-Comprehendi ng
47 Al-Hakim (الحكيم) The Perfectly Wise
48 Al-Wadud (الودود) The Loving One
49 Al-Majid (المجيد) The Majestic One
50 Al-Ba’ith (الباعث) The Resurrector
51 Ash-Shahid (الشهيد) The Witness
52 Al-Haqq (الحق) The Truth
53 Al-Wakil (الوكيل) The Trustee
54 Al-Qawiyy (القوى) The Possessor of All Strength
55 Al-Matin (المتين) The Forceful One
56 Al-Waliyy (الولى) The Governor
57 Al-Hamid (الحميد) The Praised One
58 Al-Muhsi (المحصى) The Appraiser
59 Al-Mubdi’ (المبدئ) The Originator
60 Al-Mu’id (المعيد) The Restorer
61 Al-Muhyi (المحيى) The Giver of Life
62 Al-Mumit (المميت) The Taker of Life
63 Al-Hayy (الحي) The Ever Living One
64 Al-Qayyum (القيوم) The Self-Existing One
65 Al-Wajid (الواجد) The Finder
66 Al-Majid (الماجد) The Glorious
67 Al-Wahid (الواحد) The One, the All Inclusive, The Indivisible
68 As-Samad (الصمد) The Satisfier of All Needs
69 Al-Qadir (القادر) The All Powerful
70 Al-Muqtadir (المقتدر) The Creator of All Power
71 Al-Muqaddim (المقدم) The Expediter
72 Al-Mu’akhkhir (المؤخر) The Delayer
73 Al-Awwal (الأول) The First
74 Al-Akhir (الأخر) The Last
75 Az-Zahir (الظاهر) The Manifest One
76 Al-Batin (الباطن) The Hidden One
77 Al-Wali (الوالي) The Protecting Friend
78 Al-Muta’ali (المتعالي) The Supreme One
79 Al-Barr (البر) The Doer of Good
80 At-Tawwab (التواب) The Guide to Repentance
81 Al-Muntaqim (المنتقم) The Avenger
82 Al-’Afuww (العفو) The Forgiver
83 Ar-Ra’uf (الرؤوف) The Clement
84 Malik-al-Mulk (مالك الملك) The Owner of All
85 Dhu-al-Jalal wa-al-Ikram (ذو الجلال و الإكرام) The Lord of Majesty and Bounty
86 Al-Muqsit (المقسط) The Equitable One
87 Al-Jami’ (الجامع) The Gatherer
88 Al-Ghani (الغنى) The Rich One
89 Al-Mughni (المغنى) The Enricher
90 Al-Mani’(المانع ) The Preventer of Harm
91 Ad-Darr (الضار) The Creator of The Harmful
92 An-Nafi’ (النافع) The Creator of Good
93 An-Nur (النور) The Light
94 Al-Hadi (الهادي) The Guide
95 Al-Badi (البديع) The Originator
96 Al-Baqi (الباقي) The Everlasting One
97 Al-Warith (الوارث) The Inheritor of All
98 Ar-Rashid (الرشيد) The Righteous Teacher
99 As-Sabur (الصبور) The Patient One

ধন্যবাদ। ভালো থাকবেন।

রবিবার, ৫ মে, ২০১৩

সবাইকে সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজ একটা ছোট্ট বিষয় সবার সাথে শেয়ার করলাম। নিচের যে সফটওয়্যারটি শেয়ার করলাম এই সফটওয়্যারটি ছোট হলেও এর কার্যক্ষমতা অনেক বেশী। এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করা মাত্র যেই পেনড্রাইব আপনার কম্পিউটারে ঢুকাবে সাথে সাথে তার সব ডাটা আপনার কম্পিউটারে জমা হয়ে যাবে।
প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন
ডাউনলোড করার পর এটি ওপেন করুন। ওপেন করার পর নিচের মত স্কিন আসবে।


এখন আপনি ডান পাশে Browse এ ক্লিক করে যে ফোল্ডারে অটোমেটিক পেনড্রাইভের ফাইল কপি হবে সে ফোল্ডারটি ধরিয়ে দিন । এখন স্টার্ট বাটনে ক্লিক করে সফটওয়্যারটি মিনিমাইজ করুন । আপনার কাজ শেষ । এখন অন্যের পেনড্রাইভ আপনার কম্পিউটারে ঢুকিয়ে অন্যের ফাইল কপি করে নিন সবার অজান্তে ।

শুক্রবার, ৩ মে, ২০১৩

কেমন আছেন সবাই?
অনেক দিন পর আবার ব্লগে ফিরে এলাম। আজ আপনাদের কাছে সামান্য কিছু জ্ঞান বিতরনের উদ্দেশ্যে ফিরে এলাম। যদি আপনাদের সামান্যতম কিছু উপকারে আসে তাহলেই আমার এই পোস্টের সার্থকতা। কাজের কথায় আসি।
কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে ১ ডজন  বাটন দেখা যাবে । F1, F2, F3, F4….. । এগুলো ফাংশন কি নামে পরিচিত । এসব বাটনের প্রত্যেকটির রয়েছে বিশেষ বিশেষ গুরুত্ব । আমাদের এগুলো জানা দরকার । নিচে এগুলোর বর্ণনা দেয়া হল -…



F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহৃত হয় যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে
 
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয়   “Alt + Ctrl + F2″ চাপ দিলে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়
 
F3 : এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে পূর্বের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে
 
F4 : এটি চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায় Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। এছাড়া Alt+F4 চেপে পিসি বন্ধ করার অপশন আনা যায়
 
F5 : আপনার পিসি একবার রিফ্রেশ করে F5 কি চেপে রাখলে পিসি বারবার রিফ্রেশ হতে থাকবে পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়।
 
F6 : এটি চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের (এক্সপ্লোরার / মজিলা) অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
 
F7 : এটি চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান গ্রামার ঠিক করা হয় মজিলা ফায়ারফক্সের Caret browsing চালু করা হয়।
 
F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode- চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
 
F9 : কি টি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
 
১০ F10 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। এটি চেপে CMOS Setup প্রবেশ করা যায়
 
১১ F11 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়। Ctrl + F11 দিলে Dell কম্পিউটারের “hidden recovery partition” চালু হয়
 
১২ F12 : কি টি চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। “Ctrl + Shift + F12″ চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট প্রিন্ট হয়
*************************************
কেমন লাগলো কমেন্ট এ জানাবেন
**…ধন্যবাদ…**

Recent Comments