শুক্রবার, ২১ জুন, ২০১৩

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউনটি শুরু করছি। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমাদের সবারই ফেসবুক আইডি আছে। ফ্রেন্ড ও আছে অনেক। কিন্তু কিছুদিন পরপর তা ব্লক হয়ে যাচ্ছে। যার কারণে আপনি জরুরি অবস্থায় যে আপনার ফ্রেন্ড না তাকে মেসেজ দিতে পারছেন না, বা রিকোয়েস্ট পাঠাতে পারছেন না। কিন্তু এই ব্লক কেন হচ্ছে?
প্রথম প্রধান  কারন হচ্ছে আপনার অধিক পরিমান ফ্রেন্ড রিকোয়েস্ট পেন্দিং আছে , অর্থাৎ যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করেনি। এই ফ্রেন্ড রিকোয়েস্ট পেন্দিং এর পরিমান যখন ৫০ এর অধিক হয়ে যায় তখনই ফেসবুক আপনাকে ব্লক করে দেয়। প্রথমে ২ দিন, ৪ দিন, ৭ দিন, ১৫দিন এভাবে বাড়তে থাকে। চিন্তার কোন কারন নাই, সমাধান আছে। আমি গুগল সার্চ করে একটা সমাধান বের করেছি। তো চলুন শুরু করা যাক।

১. প্রথমে এই সাইট এ যান
 
২. আপনি যদি আপানর ফেসবুক আইডি তে লগিন থাকেন তাহলে নিচের মত একটা বক্স দেখতে পাবেন


৩. এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাপস। তাই আপনার পারমিশন চাইবে। Okey তে ক্লিক করুন।

৪.এবার নিচের ছবির মত  Bulk Load এ ক্লিক করুন।


৫. এবার  Get Friend Request Data এ ক্লিক করুন। একটা popup উইন্ডো ওপেন হবে ব্রাউজার এ ওইখানে কিছু কোড দিবে। ওই কোড গুলা কপি করে ছবির ৩ নং এ পেস্ট করুন। তারপর Load Friend Request এ ক্লিক করুন।

 
৬. এখন আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তাদের আইডি দেখা যাবে। এবং আইডি এর ডানপাশে Cancel Request বাটন থাকবে। এবার হল আসল কাজ। আপনি যদি সাম্প্রতিক ব্লক হয়ে থাকেন তবে দেখেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ৫০ ছাড়িয়ে গেছে। এবার যাদের Request Cancel করবেন Cancel Request বাটন এ ক্লিক করুন তাদের প্রোফাইল এ নিয়ে যাবে।

 

তারপর নিচের ছবির মত কাজ করুন। এভাবে একটা একটা করে Request Cancel করুন। সব গুলো হয়ে গেলে উপরে রিফ্রেশ এ ক্লিক করুন। তাহলে কত গুলো বাকি আছে তা দেখা যাবে।


এই কাজটা করুন আশা করি ফেসবুক ব্লক থেকে মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে আবার। তত দিন ভাল থাকেন।

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি অসুস্থতার কারনে অনেকদিন পোস্ট দিতে পারিনি। আজকের পোস্ট টা হল airtel এ ফ্রী নেট চালানো নিয়ে।


এবার কাজে আসা যাক। প্রথমেই নিচের থেকে prov file ta ডাউনলোড করে নিন।

PROV FILE  LINK:(http://trickgp.tk/download-1-c3950b7e887c262d2da0/Config+Opera.prov)

এই prov file  টা চায়না মোবাইল দিয়ে আপনার নোকিয়া জাভা মোবাইল এ ব্লুটুথ এর মাধ্যমে পাঠান।
যে config টা আসবে সেটা সেভ করুন এবং default করুন।
এবার nokia S40 mobile এর জন্য opera mini ডাউনলোড করে নিন।

OPERA LINK:[http://trickgp.tk/site_2.xhtml?get-name=Javaopera&get-dr=132]

সিম্বিয়ান,চায়না,এন্ড্রয়েড সেটিংসঃ
Name: airTel free by trickbd
proxy:141.0.11.251
port:80
apn:internet
home page:trickbd.com

এন্ড্রয়েড ব্যবহারকারীরা ওপরের সেটিংস টা করুন তারপর নিচের Opera হ্যান্ডেলার টা ডাউনলোড
করুন।

LINK:[http://trickgp.tk/download-1-7e26de71e8c9d97d0d77/Opmin652hui.apk]

Opera ডাউনলোড করে নিচের settings গুলো করুন।
Proxy type:http
proxy server:0.facebook.com

আপনারা airtel এর Real host এর trick ব্যবহার করতে পারেন :
Proxy type: real host
proxy server:0.facebook.com

আপনাদের কাছে আমার request যে এটা দিয়ে আপনারা কোন খারাপ website এ যাবেন না।

বুধবার, ৫ জুন, ২০১৩


অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনা। এই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন, ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন। তো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড।

*#06# –  IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# –   ফ্যাক্টরি রিসেট কোড ( ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* -   ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#273282*255*663282*#*#* -   সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
*#*#197328640#*#* –  সার্ভিস  টেস্ট মোড কোড।
*#*#1111#*#* –   FTA সফটওয়্যার ভার্সন ।
*#*#1234#*#* –    PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* –   Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* –   ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# -   সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* –    টাচ স্ক্রীন টেস্ট কোড।
*#9900# –  সিস্টেম ডাম্প মোড।
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
*#*#34971539#*#* –  ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# –    ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# –    HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু।
*#7465625# –  ফোন লক স্ট্যাটাস।
*#*#7780#*#*   –     ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855#   –     ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
*#*#4636#*#*   –    ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#273283*255*663282*#*#* -    ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
*#*#197328640#*#*    - সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
*#*#7594#*#*   –    এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
*#*#8255#*#*  -    G Talk সার্ভিস মনিটর কোড।
*#*#34971539#*#*    -    ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

W-LAN, GPS and Bluetooth Test Codes:

*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
*#*#232338#*#*    -  ওয়াইফাই ম্যাক এড্রেস।
*#*#1472365#*#*    -  জিপিএস টেস্ট।
*#*#1575#*#*    -  আরেকটি জিপিএস টেস্ট কোড।
*#*#232331#*#*   –  Bluetooth টেস্ট কোড।
*#*#232337#*#    -  Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
*#*#0588#*#*    - প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
*#*#0*#*#*    -  এলসিডি টেস্ট।
*#*#2664#*#*   –  টাচ স্ক্রীন টেস্ট।
*#*#2663#*#*    -  টাচ স্ক্রীন ভার্সন।
*#*#0283#*#*   –  প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#* OR *#*#0289#*#*    -  মেলোডি টেস্ট।
*#*#3264#*#*    -  র‍্যাম ভার্সন টেস্ট।

রবিবার, ২ জুন, ২০১৩

সকলে আমার সালাম নিবেন। আশা করি ভাল আছেন। অনেক দিন পর আজ পোস্ট করতেছি। 
সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউনটি শুরু করছি। 

কথা না বাড়িয়ে  কাজের  কথা আসি।
যারা  GP ফ্রী নেট ব্যবহার করছেন কিন্ত অটো  ডিসকানেক্ট হওয়ার করণে আনলিমিটেড
নেট ব্যবহার করতে পারছেন না, তারা  এখান থেকে  ReConnect  সফটওয়্যারটা
ডাউনলোড করে নিন  200 KB


এরকম আসবে।
তারপর Connect দিন।


সেটিং এ গিয়ে টিক চিহ্ন দিন
ব্যাস, অটো ডিসকানেক্ট হলেও কোন সমস্যা নাই। অটো Connect হয়ে যাবে।

এবার যেভাবে  idm এ ফাইল ডাউনলোড করবেন।
idm ওপেন করে  সেটিং , Download / Option/ Dial Up/ Vpn  থেকে নিচের ছবি অনুযায়ী সেটিং করে নিন।



User Name & Password  এর জায়গায় যে কোন নাম এবং পাসওয়ার্ড ব্যবহার কারা যাবে।
তারপর OK দিয়ে বেরিয়ে আসুন।
এখন ডাউনলোড দিন ইচ্ছেমতে। ডাউনলোড চলতেই থাকবে।

Recent Comments