বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

কেমন আছেন সবাই?
আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি সফটওয়্যার।
 
ছবি মেইল করতে বা সংরক্ষণ করতে ছবিকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে কমপ্রেস বা সংকুচিত করতে হয়। ছবিগুলো কমপ্রেস করলে ইমেজ ফরম্যাট থেকে আর্কাইভের ফরম্যাটে তৈরি হয়। যদি ছবিগুলোকে ছবির নিজস্ব ফরম্যাটেই রেখে কমপ্রেস করা যেত, তাহলে কেমন হতো! ছবি কমপ্রেস করার এমনই একটি দারুণ সফটওয়্যারটি হচ্ছে ‘ফাইল মিনিমাইজার পিকচারস’। এই সফটওয়্যার দিয়ে ছবিগুলোকে ৯৫ শতাংশ পর্যন্ত কমপ্রেস করা যায়। ছবি সংকুচিত করে সফটওয়্যারটি ডাইনলোড করে ইনস্টল করুন। এবার Opens File বাটনে ক্লিক করে ছবিগুলো আনুন এবং Optimize Files বাটনে ক্লিক করুন। তাহলে ছবিগুলো রাখা আছে, সেই ফোল্ডারে ছবিগুলো নতুন নামে কমপ্রেস হয়ে সেভ হবে।


এ ছাড়া এক বা একাধিক ছবির ওপরে মাউসের ডান বাটন ক্লিক করে FILEminimizer 2.x-এ ক্লিক করলে ছবিগুলো ফাইল মিনিমাইজারে খুলবে এখানে Optimize Files বাটনে ক্লিক করলেই হবে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
শুভ কামনায় আজ এ পর্যন্তই, ভাল থাকুন সবাই। “ আল্লাহ হাফেজ”

আপনারা সবাই জানেন Antivirus Software জগতে ক্যাস্পারস্কি একটা সুপরিচিত নাম। এটিই বিশ্বের সবথেকে বেশি ব্যবহার করা Antivirus Software । কিন্তু এর চড়া দামের কারনে আমারা অনেকেই এটি কিনতে পারি না। তাই আজ আমি আপনাদের সামনে হাজির হলাম ক্যাস্পারস্কি ফ্রি লাইসেন্স কি নিয়ে। আপনারা নিচের পদ্ধতি অনুসরন করুন।

 

 

 


KASPERSKY 2012and 2013 Activate করার পদ্ধতিঃ

  1. Turn off/Unplug/Disconnect your internet connection
  2. Click “Manage License” From Right Bottom of Kaspersky, Then click “Activate the application”
  3. Enter key: AAAAA-AAAAA-AAAAA-AAAA3
  4. Click on Next
  5. In the next window, click on Browse
  6. Specify the path to any key (file) from the Keys folder
  7. Click on Next
  8. After activation switch on the internet
  9. Update virus definitions once/twice in a week to avoid key block

 KASPERSKY 2011 Activate করার পদ্ধতিঃ

  1. Open Kaspersky 2011 License Manager (from lower right corner).
  2. Click ‘Activate the application with a new license’ button. (Delete any trial key first, by clicking the red X next to the key).
  3. Select ‘Activate commercial version’ and enter the activation license code as 22222-22222-22222-2222U
  4. Wait activation wizard message->Click OK
  5. Wait for wrong activation code message->Click OK
  6. Browse to the key location and activate kaspersky.
  7.  Screen will appear with KEY FILE BROWSE

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।

যারা ডেস্কটপকে একটু ভিন্ন আমেজে সাজাতে চান তাদের জন্য দারুন দারুন কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার শেয়ার করতে চাই। যা ব্যবহার করে আপনিও বেশ মজা পাবেন। আমি যে এ্যানিমেটেড ওয়ালপেপার কথা বলছি সেটা পানিতে ভেসে বেড়াবে আপনার ডেস্কটপ। কি বিশ্বাস হচ্ছে না, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন ।  সিরিয়াল নাম্বারের জন্য ভিতরে কিগান দেয়া আছে, সেখান থেকে শুধু আপনার নাম দিয়ে সিরিয়াল বসিয়ে দিলেই সফট টি ফুল ভার্সন হয়ে যাবে ।  সফটটি মাত্র ১.১৭ মেগাবাইট। Watery Desktop 3D নামের সফটটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ডেস্কটপ আইকনে ক্লিক করলেই টাস্কবার আইকন আসবে আপনি এখান থেকে স্ক্রীন সেভারের গতি নিয়ন্ত্রন করতে পারেন। তাহলে দেরী না করে ডাউনলোড করে নিন।




কেমন লাগল কমেন্ট এ জানান।
কেমন আছেন সবাই?

আজ আমি আপনাদের এমন একটা বই দিব 
যেই বইটা আমাদের সবার ১০০% কাজে লাগবে ........................
বর্তমান যুগে ইংলিশ ভাষার গুরুত্ব সম্পর্কে আশা করি সবাই জানেন...
এবং যারা এর জন্য ভুক্ত ভোগী তারা মনে হয় এর গুরুত্ব একটু বেশি ভালই বুঝেন......।
আমার আমাদের স্কুল ও কলেজ লাইফ মিলিয়ে মোট ১২ বছর ধরে ইংলিশ অধ্যয়ন করি ...! কিন্তু তারপর...ও আমারা অনেকেই শুদ্ধ ভাবে ইংরেজি শব্দ উচ্চারণ ও বানান করতে পারি না ......
এই কথা আর কেউ স্বীকার করুক আর না করুক অন্তত আমি করি। কারন আমার নিজেরও অনেক উচ্চারণ শুদ্ধ হয় না .......... এর জন্য আমি আমাদের শিক্ষাব্যবস্থা কে দায়ি করব ....কারন আমাদের কোন সিলেবাসে এই টপিক গুলো বিস্তারিত ছিল না, আর থাকলেও পরীক্ষার গুরুত্বহীনতার জন্য খুব একটা জোর দেওয়া হয় নি ......আর শিক্ষকরাও কখনো এসবের কোন নিয়ম আমাদের কে বলেনি কারন এইটা পরীক্ষায় আসবে না ।
অথচ আমাদের ইংরেজি তে কথা বলার জন্য এই উচ্চারণের নিয়ম গুলো জানা খুব দরকার ...
কারন, তা না হলে আমি বলতে চাইব একটা আর শ্রোতা বুঝবে আরেকটা ...এতে ফলাফল হবে সম্পূর্ণ উল্টা ......।
এইসকল বিষয় চিন্তা করে অসংখ্য শিট থেকে বাছাই করে শুধু প্রয়োজনীয় নিয়ম গুলো আমি ই-বুক আকারে আপনাদের সাথে শেয়ার করলাম .........।
শুধু ডাউনলোড করলেই বুঝতে পারবেন কি জিনিস দিলাম আপনাদেরকে .........


ইংরেজী যে কোন শব্দের উচ্চারণ ও বানান প্রায়ই কতকগুলো নিয়ম আনুসারে গঠিত হয়। অধিকাংশ ছাত্র/ছাত্রীরা এই নিয়ম গুলো গুরুত্ব সহকারে অনুসরণ করে না বলে তারা প্রায়ই উচ্চারণ ও বানান ভুল করে । ইংরেজী যেহেতু বিদেশি ভাষা , এজন্য এই ভাষার বিভিন্ন শব্দের উচ্চারণ ও বানানে আমাদের ভুলের সংখ্যা বেশি হয়। তাই শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ ও বানান শিখতে হলে নিচের প্রতিটি নিয়ম ও এর উদাহরন খুব ভালো ভাবে পড়তে হবে ।

Pronunciation & Spelling Rules .pdf
সরাসরি ডাউনলোড লিঙ্কঃ
http://ge.tt/api/1/files/4xl6MpW/0/blob?download

পিডিএফ বা ই-বুকের জন্য সবচেয়ে ভালো রিড়ার এর
ডাউনলোড লিংক
http://www.foxitsoftware.com/downloads/latest.php?product=Foxit-Reader

কেমন লাগল কমেন্ট এ জানান।

আসসালামু আলাইকুম।

অন্য কিছু বলার সময় নেই।
ভাল হয় আপনি আপনার মোবাইল ব্রাউজার থেকে
http://www.mjoy.com এ যান।
এরপর join এ ক্লিক করে Bangladesh সিলেক্ট করে আপনার মোবাইল number টি দিন।
ব্যাস আপনার মোবাইল এ লিঙ্ক চলে যাবে। ব্রাউজার এ পেস্ট করে দিন।
এরপর আপনার nick name ও password দিন।
register শেষ করে লগ ইন করুন।
এবার ফ্রী টেক্সট মেসেজ থেকে free sms করুন। (কিছু point ফ্রী পাবেন)
বিঃ দ্রঃ survey থেকে আপনি শুধু প্রশ্নের উত্তর দিয়ে point অর্জন করুন
সময় স্বল্পতার কারনে খুব বিস্তারিত করতে পারলাম না।

ভাল থাকবেন।
সবাইকে সালাম জানিয়ে সুরু করছি আজকের পোস্ট।
কেমন আছেন সবাই?

এখন থেকে কল আসলে আপনাকে আর কষ্ট করে green বাটন চেপে receive করা লাগবেনা। শুধু কানের কাছে ধরলেই automatic রিসিভ হবে কল । আর এই কাজটি করবে মাত্র ৩০.৩২ KB এর একটি proximity sensor সফটওয়ার।
যা যা লাগবেঃ
১. আপনার S60v3 ফোন।
২. সফটওয়্যার। কাজ ঃ

১.সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
২. ইন্সটল করুন। এবং ওপেন করুন।
৩. ফোন restart করুন আর মজা দেখুন|

নাম- Autohello.sisx
ডাউনলোড লিঙ্ক- CLICK HARE..
##########################################
" supported devices Nokia 5800
XpressMusic, N97, N97 Mini, X6, 5230,
5235, 5233 and 5530 XpressMusic"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ভাল লাগলে কমেন্ট করুন। 

বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৩

আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের কিছু টিপস দেব (হয়ত আপনি আগে থেকেই জানতেন) যা আপনার PC কে আরও Speed দিতে পারে।
কথা না বাড়িয়ে কাজে আসি । নিম্নের কাজগুলো করে দেখুন :
  • Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে Right Button ক্লিক করে Task Manager খুলুন। তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো Program- তালিকা দেখতে পাবেন। এর মধ্যে যেগুলো এখন কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দিন। যদি কিছু ভুল করে বন্ধ করে ফেলেন এবং অপারেটিং সিস্টেমের যদি কোন সমস্যা হয় তবে PC রিস্টার্ট করুন।
  • কিছু সময় পরপর Start এ গিয়ে Run লিখে এনটার দিয়ে tree লিখে ok করুন।
  • Control Panel এ যান। Add or Remove এ দুই ক্লিক করুন।  Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বামপাশে অদরকারি program গুলোর পাশের টিক চিহ্নগুলি তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে program গুলো আপনার কাজে লাগছে না সেগুলোর টিক চিহ্নগুলো তুলে OK করুন। এখন next এ ক্লিক করুন। Successful message আসলে Finish এ ক্লিক করুন।
  • অনেক সময় PC’র র‍্যাম কম থাকলে PC slow হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC’র র‍্যামের দ্বিগুণ এবং Maximum size এ র‍্যামের চারগুন দিলে ভাল হয়।
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?
আজকে আমি আপনাদের সাথে একটি মোবাইল টিপস শেয়ার করতে চাই । তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি ।
আমরা অনেক সময় মোবাইলে ব্যক্তিগত ফাইল হাইড করে থাকি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। কিন্তু সেসব ফাইল এর মধ্যে যদি কোন অডিও/ভিডিও ফাইল থাকে তবে সেগুলো মোবাইল এর মিডিয়া প্লেয়ারে ঠিকই পাওয়া যায় ।
তবে এখন থেকে আর পাওয়া যাবে না ।
আমি আপনাদের দেখাবো কিভাবে এসব মিডিয়া ফাইল গুলো মিডিয়া প্লেয়ার থেকে হাইড করতে হয় ।
১. প্রথমে আপনার মোবাইলের মেমোরি কার্ডে একটি ফোল্ডার তৈরি করুন এবং নাম দিনঃ @[0.1Tones] ।
২. তারপর এই ফোল্ডারে যে সব মিডিয়া ফাইল রাখবেন সেগুলো আর আপনার মোবাইলের মিডিয়া প্লেয়ারে দেখা যাবে না ।

পোস্টটি যদি আপনাদের একটুও ভাল লাগে তবে কমেন্ট করে ধন্যবাদ দিতে ভুলবেন না ।

মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৩

আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি বই।

বইয়ের বৈশিষ্ট্যঃ
* এখানে প্রায় ১২০০ গুরুত্বপূর্ন শব্দ আছে
* পড়ার সুবিধার জন্য এই বই তিনটি ক্যটাগরিতে ভাগ করা আছে …
* প্রত্যেকটা শব্দের ইংলিশ ও বংলা অর্থ দেওয়া আছে
* প্রত্যেকটা শব্দের উদারহরন সহ বাক্য দেওয়া আছে
* এবং শব্দের বিভিন্ন পদ পরিবর্তনগুলো ও দেওয়া আছে



গুরুত্বপূর্ণ সব ইংলিশ শব্দের (বাংলা অর্থ ও উদাহরণ সহ) ই-বইঃ
Most Important English Words – 1
ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/?zotuh1k5w4a7qou

Most Important English Words -2
ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/?15qp72kz7dnhtgi

Most Important English Words- 3
ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/?z22ouu9m8szxunf

মোবাইল দিয়ে পড়ার জন্য নিচের এই বইটি ডাউনলোড করুন। এই বইটি মোবাইল স্ক্রীন ভার্সনে তৈরী। মোবাইল দিয়ে বই পড়ার যে কি মজা , তা না দেখলে বলে বুঝানো যাবে না ………

মোবাইল ভার্সন ই-বুক
Most Important English Words(mobile Version)
ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/?f7o7u7it588wk4f

সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৩

আমরা সবাই ফ্রী জিনিজ ভালবাসি, আর বর্তমানে ইন্টারনেট তো সকলেরই পছন্দ। তাই সেই ফ্রী জিনিস টা যদি হয় ইন্টারনেট তাহলে তো কথাই নেই। এত দিন আমরা সবাই গ্রামীণফোন এ ফ্রী নেট ইউস করছি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে রবি তে ফ্রী নেট চালান যায়।


 এখন দেখা যাক কিভাবে আমরা রবিতে ফ্রী নেট চালাতে পারি। প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংস থেকে configuration/ personal config/ add new/ account name= rfree/ home robiwap.com> proxy anable> proxy address= 76.73.16.123> port=80. এরপর এটাকে default হিসেবে নির্বাচন করুন।

বিঃদ্রঃ যেসব সিমে *৮৯৯৯*২০# এই নাম্বার এ ডায়াল করা হয়েছে সেসব সিমে এটা কাজ করবেনা।

সবাই ভাল থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের কোন কাজে লাগে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে।














 

রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৩

কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজকের পোস্টটিতে ২টি সুন্দর  সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করি তাতে ভিডিও ডউনলোড করার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। তাই এখন থেকে আপনি খুব সহজে ভিডিও ডউনলোড করতে পারবেন।

  • Freemake Video Downloader
সফটওয়্যার টি  দ্বারা যেকোন ভিডিও ফরম্যাটের ফাইল ডাউনলোড করা যাবে। তাছাড়া ডাউনলোডারটি দিয়ে ইউটিউব ছাড়া  অন্ন্যান্ন সাইটের ভিডিও ও ডাউনলোড করা যাবে।

ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিও টি URLটি কপি করে সফওয়্যারটির PASTE URL এ ক্লিক করুন। তাহলে যে ফরম্যাটে আপনি ভিডিওটি ডাউনলোড সেটা শো করবে।
তারপর আপনি ফরম্যাট অনুসারে ভিডিওটি ডাউনলোড করে নিবেন।


  • Freemake Video Converter
  • Software Feature
AVI, MP4, Apple, WMV, DVD, Blu-ray, MP3, MPEG, MKV, FLV, SWF, HTMLS, Android, Sony, 3GP, Nokia, Samsung, Blackberry এই ফরম্যাট গুলোতে কনভার্ট করার সুবিধা রয়েছে। তাছাড়া কনভার্ট করার সময় ফাইল এর সাইজ কম্পোজ্জ করার সুবিধা আছে।
এই সফটওয়্যারটির  আর ও একটি সুন্দর গুন রয়েছে। তা হলো এটি  ভিডিও কনভার্ট করার পাশাপাশি ইউটিউও ভিডিও আপলোডিং সুবিধা রয়েছে।
তাই সবদিক থেকে সফটওয়্যারটি  আশাকরি আপনাদের  ভালো লাগবে।
ভিডিও কনভার্টারটি ডাউনলোড করতে Microsoft net framework client 4  a update version লাগবে।
আপনাদের সুবিধারথে আমি দুটো ZIP আকারে একসাথে দিয়েছি।
সফটওয়্যার  দুটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।


কেমন লাগলো  তা জানাতে ভুলবেন না।

Recent Comments