বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৩

আসসালামু আলাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।  গুগল প্লেতে অ্যান্ড্রয়েড অ্যাপসের বিশাল সমাহারের পাশাপাশি আজকাল English 2 Bangla ডিকশনারীর সংখ্যাও নেহায়েত কম নয়। কিন্তু সেই তুলনায় Bangla 2 English ডিকশনারি প্রায় নেই বললেই চলে। তবুও মাঝে মাঝে বাংলা থেকে ইংরেজি শব্দের অর্থ দেখটা জরুরি হয়ে পড়ে তাই আজকে এই অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করলাম।


বৈশিষ্ট্যসমূহ : 
  • এটি সম্পূর্ণ অফলাইন ডিকশনারী।
  • ৩০০০০+ বাংলা 2 ইংরেজি শব্দ।
  • ১৮০০০+  ইংরেজি 2 বাংলা শব্দ।
  • সাইজ মাত্র ৯০০ কিলো বাইট।
  • বুকমার্ক সাপোরটেড।
  • নতুন শব্দ যোগ করা যায়।
  • আপনার ফোন বাংলা ফন্ট সাপোরটেড না হলেও কোন সমস্যা নেই কারন আপনি ইংরেজি ওয়ার্ড দিয়েই বাংলা শব্দ সার্চ করবেন।


অসুবিধাসমূহ :
  • এটি ট্রায়াল ভার্সন। পূর্ণ ফিচার ইউজ করার জন্য আপনাকে একটিভেশন কী কিনতে হবে!!! তবে আপনি চাইলে বিকাশ এর মাধ্যমে মাত্র ২৮ টাকা দিয়ে অ্যাপটি কিনতে পারবেন!!! বক্তিগত ভাবে আমি মনে করি বাংলাদেশি একজন ডেভেলপারকে ২৮ টাকা দিয়ে তার কাজের জন্য উৎসাহিত করলে আপনাদের খুব একটা ক্ষতি হবে না।
  • শব্দগুলো খুব ছোট ছোট দেখায়। খুব সম্ভবত একটিভেশন কী কিনার পর লিখা গুলো বড় বড় দেখা যাবে।  কারন আমি অনেক আগে থেকেই এই ডেভেলপারের  English 2 Bangla অ্যাপটি ব্যাবহার করি এবং সেটার ফন্ট সাইজ বড়।  


  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



সূরা ‘আল ক্বামার’ মক্কায় অবতীর্ণ কুরানের একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তা’আলা এই সূরায় একটি বিশেষ আয়াত চার বার উল্লেখ করেছেন। সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে, ‘অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে কুরানকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার?’
আল কুরআন সম্পুর্ণ মানবজাতির জন্য পথপ্রদর্শক স্বরূপ যার মাঝে আপনিও অন্তর্ভুক্ত, প্রিয় বন্ধু। যেহেতু আমরা কেউই পথভ্রষ্ট হতে চাইনা, তাই এটা আমাদের জন্য অপরিহার্য যে আমরা কুরআন শুধু তিলাওয়াতই করবনা বরং তা বুঝব এবং সেইসাথে নিজেদের জীবনে প্রয়োগ করব।
রাসূল-সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-আমাদেরকে শ্রেষ্ঠ হবার একটি সহজ পদ্ধতি শিখিয়ে গেছেনঃ
তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। (আল-বুখারী)
অতএব আসুন, কুরআন নিজে শিখুন এবং অন্যকে শিখান, নিজেকে শ্রেষ্ঠ মুসলিমদের একজন হিসেবে গড়ে তুলুন ইনশাআল্লাহ।
সংক্ষিপ্ত বর্ণনাঃসৌদি আরবের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান দারুসসালাম এর প্রকাশ করেছে এই কুরআনুল কারীম। এ তরজমা দারুসসালামের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন।এ মহৎ কাজে এগিয়ে এসে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডঃ মুহাম্মাদ মুজিবুর রহমান অনুবাদ করেছেন । এই তরজমার বিশেষত্ব হচ্ছেঃ
  • বইটি তরজমায় ত্রুটি বিচ্যুতির ব্যাপারে গবেষক মন্ডলীর পরামর্শ নেয়া হয়েছে।
  • তাফসীর ইবনে কাসীর থেকে তরজমার অংশটি নেয়া হয়েছে।
  • এই কুরআনে ডান দিকে বড় অক্ষরে আরবি (persian script) লেখা হয়েছে, বাম দিকে বাংলা সহজ সরল অনুবাদ, এবং নিচে আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
  • কুরাআনের অর্থ অনুধাবনের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে সহীহ হাদিসের অনুবাদের মাধ্যমের টীকা সংযোজন করা হয়েছে।অধিকাংশ হাদীস সহীহ বুখারী থেকে নেয়া হয়েছে। মূল আরবি গ্রন্থ থেকে এই হাদীস সমূহ অনুবাদ করা হয়েছে।
  • বাংলা ভাষাভাষী সকল পর্যায়ে মুসলমান ভাইদের কুরআন বুঝে পড়ার আগ্রহের দিকে লক্ষ রেখে তরজমা সহজ, প্রাঞ্জল ও বোধগম্য করআর চেষ্টা করা হয়েছে, যাতে তিলাওয়াতের সাথে সাথে কুরআন মাজিদের অর্থও বুঝতে পারেন।
স্ক্যান কৃত এই কুরআনটি পড়ার জন্য আপনার কম্পিউটারে Adobe Reader সফটওয়্যারটি থাকা আবশ্যক। আগে থেকে তা না থাকলে_এখান থেকে ডাউনলোড করে নিন।
_____________________ডাউনলোড করুন নিচের যেকোনো লিঙ্ক থেকে_____________________

Download/ডাউনলোড [26.6 MB]


বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

আজকে আপনাদের কে একটি সুন্দর Action গেমের সন্ধান দিব, জাভা (s40) এবং সিম্বিয়ান (s60) ফোনের জন্য। এটি অনেকটা PC গেম Vice City এর আদলে তৈরি করা।
পিসি নাই তো কি হইছে ভাইস সিটির স্বাদ কিছুটা হলেও পাবেন এই গেমে।
এখানেও ভাইস সিটির মত আপনাকে কিছু কাজ দেয়া হবে, সেই মিশনগুলো আপনাকে শেষ করতে হবে।
Game name: Gangstar Rio – City of Saints
Vendor: Gameloft


চমৎকার  গ্রাফিক্স, লোকেশন, অ্যাকশন, অস্ত্র দেখে আপনিও মুগ্ধ হবেন আর সিম্বিয়ান ভার্সন গুলো তো আরো জটিল।
এখানে আপনি মিশন শেষ করার জন্য যেকোন গাড়ি, হোন্ডা ব্যবহার করতে পারবেন, সাহস বেশি থাকলে পুলিশের গাড়িও ব্যবহার করতে পারবেন। এছাড়া আছে স্পিডবোট ব্যবহারের সুবিধা।
খেলে দেখুন, আশা করি ভাল লাগবে।
নিচে কিছু স্ক্রীন শট দেখুনঃ


ডাউনলোড লিংকঃ
Screen size অনুযায়ি ডাউনলোড করুন।
যদি আপনার ফোনের Screen size না জানেন তা হলে Google এ Resolution of Nokia xxx লিখে সার্চ দিন। xxx এর জায়গায় মডেল নাম্বার দিবেন।

আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

শিরোনাম দেখেই আশা করি বুঝতে পারছেন বিষটা কি? এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মোবাইলের যেকোন ধরনের সফটওয়্যার পাসওয়ার্ড দিয়ে লক  করে রাখতে পারেন। ফোনবুক, গ্যালারী, নোটস সহ প্রায় সব ধরনের কন্টেন্ট-ই আপনি লক করে রাখতে পারেন। সফটওয়্যাটির বিশেষ বৈশিষ্ট হল এটা একটা ফ্রী এপ্লিকেশন কোন সিরিয়াল এর দরকার নাই। তাহলে,

  • প্রথমে এখান থেকে সফটওয়্যাটি ডাউনলোড করে নিন।
  • ঠিক-টাক মত ইন্সটল করুন।
  • ইনস্টল হলে চালু করুন এপ্লিকেশনটি।
    • একটা পিন নাম্বার দিন এবং কনফার্ম করুন।
    • একটা প্রশ্ন সিলেকট করুন এবং উত্তর দিন ওকে প্রেস করুন।
     
  • এখন আপনি আপনার মোবাইলের যে কন্টেন্ট লক করতে চান সেটা ক্লিক করুন। এবং বেরিয়ে আসুন।
  • সেট একবার রিস্টার্ট করে নিন।


সবাই ভাল থাকবেন। আর টিউন সম্পর্কিত যেকোন সমস্যার কথা জানাবেন। কমেন্ট করবেন অবশ্যই।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Pendrive কে Bootable করতে হয় । আমি আজ সে সম্পর্কে বলবো । প্রথমে একটি Software Download করতে হবে | Software টির নাম হল Win to flash । এটা দিয়ে Pendrive এর সাহায্য Windows xp , windows 7 , windows vista , ইত্যাদি Bootable করে আপনার পিসিতে Windows বা software ভালো ভাবে Sutep দিতে পারবেন | Software টি মাএ ২ MB এটি দিয়ে Pendrive কে Bootable pendrive এ রুপান্তর করা খুব সহজ| এই Sofware টি Download করতে এখানে click করুন।

 প্রথমে আপনার ১ টি Format দেয়া pendrive প্রয়োজন| pendrive নির্ভর করবে windows copy kora Disk space এর উপর | আপনার widows 7/8 আপনার পেনড্রাইভ ৪-৮ GB, লাগবে| নিচে Screen Shot দেয়া হল
 


advanced mode a giye apni proyojon moto setting kore nite paren
Then Click windows setup transfer wizard
এখান থেকে windows files path বা windows file এর Disk কোথাই কপি করা আছে সেটা চিনিয়ে দিন | USB drive ; এবার apnar pendrive টি চিনিয়ে দিন | ব্যাস আপনার কাজ শেষ | এবার next এ click korun | abar apnake akta question kora hobe yes din| abar copy howa suru hobe copy na hoa porjonto opekkha korun.

"আসসালামু আলাইকুম"

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন ।পোস্ট এর শিরোনাম দেখে বুঝে গেছেন ভিতরে কী আছে । আজকে এমন এক জিনিস নিয়ে আসলাম যেটা বেশির ভাগ মানুষের উপকার হবে ।
আসলে এখনও অনেকে আছে যারা ফ্রি নেট ব্যবহার করতে পারছে না ।কারন আমি প্রতিদিনই কোন না কোন ফেসবুক গ্রুপে বলতে দেখি , "ভাই আমি এই মডেল এর সেট এ কিভাবে ফ্রি নেট চালাবো" "ভাই আমি এনড্রয়েড মোবাইল এ কিভাবে ফ্রি নেট চালাবো " ইত্যাদি .. ইত্যাদি..তখন যারা ফ্রি নেট চালান তারা বলতে বলতে এক সময় বিরক্ত হয়ে যান ।ফলে পরবর্র্তীতে অনেকে আর বলতে চান না ,যার ফলে সে ভাইটার আর ফ্রি নেট ব্যবহার করা হয় না ।
তাই সবার চিন্তা করে আজকে আমি এই পদ্ধতি বের করেছি ,আমি সমস্ত ফ্রি নেটের পদ্ধতিকে একসাথে করে একটা পিডিএফ বই বানিয়েছি ।যে পদ্ধতিগুলি ১০০% কাজ করে সে পদ্ধতিগুলিই এই বইতে দেওয়া আছে । কেউ এটাকে নেতিবাচক মনে নিবেন না । এই বইতে যে পদ্ধতিগুলি আছে এগুলি সব আমার আবিষ্কার না ।
এই পদ্ধতিগুলি বিভন্ন সাইট থেকে শিখেছি ।কিন্তু কোন পদ্ধতিই হুবহু কপি পেস্ট না । এই বইটার ভার্সন : ১.১ । সামনে নতুন কোন ফ্রি নেটের পদ্ধতি পেলে আপডেট করা হবে "

বইতে কী কী আছে দেখে নিনঃ

{{ফ্রি ইন্টারনেট চালানোর পদ্ধতিসমূহ}}
1}নোকিয়া জাভা মোবাইল এ ফ্রি ইন্টারনেট চালানোর পদ্ধতিঃ
ক) ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়ে :
খ)অপেরামিনি দিয়েঃ
গ)Uc Browser/ibrowser/onebrowser দিয়েঃ
ঘ) বোল্ট ব্রাউজার দিয়েঃ
2)নোকিয়া সিম্বিয়ান মোবাইল এ ফ্রি ইন্টারনেট চালানোর পদ্ধতিঃ
ক) ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়ে :
খ)অপেরামিনি দিয়েঃ
গ)Uc Browser/ibrowser/onebrowser দিয়েঃ
ঘ) বোল্ট ব্রাউজার দিয়েঃ
3)এনড্রয়েড মোবাইল এ ফ্রি ইন্টারনেট চালানোর পদ্ধতিঃ
ক) VPN দিয়েঃ
খ)অপেরা মিনি দিয়েঃ
4)চায়না মোবাইল এর জন্যঃ
5)পিসিতে ফ্রি ইন্টারনেট চালানোর পদ্ধতিঃ
6)রবিতে ফ্রি ইন্টারনেট চালানোর পদ্ধতিঃ
7)ফ্রিতে Nimbuzz চালানোর পদ্ধতিঃ
যাদের যাদের লাগবে তারা এখান থেকে ডাওনলোড করে নিন ।

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা অনেকেই নকিয়ার বিভিন্ন মডেলের ফোন দিয়ে পিসিতে নেট ইউস করি যেখানে আমাদের পিসি সুইট নামক একটা সফটওয়ার দরকার হয় কিন্তু এখন স্মার্ট ফোনের যুগ যার মধ্যে অ্যানড্রোয়েডের চালিত সেট গুলো অন্যতম। দামে কম হওয়ায় আমরা অনেকেই অ্যানড্রোয়েডের চালিত সেট ব্যবহার করি। অনেক কোম্পানীই তাদের সেটের সাথে ড্রাইভার দেয় না ফলে আমরা ড্রাইভারের অভাবে ওনেকেই সেট দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে পারি না। তাই আমি আজ দেখাবো কি ভাবে অ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি।

যা যা লাগবে।

1. 1টি  অ্যানড্রোয়েড ডিভাইস
2. ডাটা ক্যবল
3. নেট এ্যাকটিভেটেড সিম যে কোন অপারেটর
4. পিসি

এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি।

1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন।

Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।]


2. মোবাইলের ডাটা কানেকশন অর্থাৎ সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেট এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানেকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন

Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেট এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।]


3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।

4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন।

Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।

5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই।

[যারা PD-Proxy ব্যবহার করেন তারাও এভাবে পিসি থেকে নেট ব্যবহার করতে পারবেন।]

যদি কোন সমস্যা হয় কমেন্টে জানান। আপনারা সবাই ভাল থাকেন।
“বিসমিল্লাহির রাহমানির রাহীম “
সকলে কেমন আছেন ? নিশ্চই ভালো ? আজ অনেক দিন পর আপনাদের নিকট আবার ফিরে আসতে বাধ্য হলাম । আজ আমি আপনাদের নিকট নিয়ে এসেছি  ১ টি ফাইল রিকভারি সফটওয়্যার । তাহলে আসুন আমরা আমাদের টিউন শুরু করি !!!
আমাদের সর্বপ্রথম জানতে হবে ফাইল রিকভারির কাজ কি ? অনেক সময় দেখা যায় যে আমাদের শত নিরাপত্তা থাকা সত্যেও অনেক গুরুত্ব পূর্ণ ফাইল হার্ডডিস্ক বিপর্যয়ের কারনে হারিয়ে যায় । এই হারিয়ে যাওয়া ফাইল আমাদের পুনরায় ফিরিয়ে দেয়ার কাজ যে ধরনের  সফটওয়্যার গুলো  করে  থাকে তাদের বলা হয় ফাইল রিকভারি সফটওয়্যার ।
আসুন তাহলে সফটওয়্যার টি সম্পর্কে জানিঃ

Stellar Phoenix 5


Stellar Phoenix 5 . এটি দ্বারা খুব সহজেই সকল হারিয়ে যাওয়া ফাইল উদ্ধার করা সম্ভব হয় । অহহহ বলতে তো ভুলেই গিয়েছিলাম এটি দ্বারা শুধু মাত্র উইন্ডোজ ডাটা রিকভার করা সম্ভব হবে ।
Stellar Phoenix Windows Data Recovery Features:New for version 5:
Optical media recovery Media recovery Recovers large drives (up to 2TB) On the fly media detection Improved scan engine for FAT, NTFS and exFAT partitions Enhanced file tree view speed Improved preview, RAW recovery, deleted file recovery and advanced scan Recovers lost or deleted or inaccessible data from Windows Operating System based hard disk drive and other storage media An award winning Windows data recovery software from Stellar Phoenix that recovers lost/deleted data from Windows – based computers. Helps recover data in case of data loss due to hard drive corruption or formatting, virus attack. Recovers lost/deleted data and also data lost due to formatting or corruption of partitions of data storage devices such as, internal/external hard disks, USB drives etc.Supports recovery of more than 185 different file types
undefinedডাউন লোড করুন এখন থেকে
undefined
    যে সফটওয়ারটি নিচ্ছেন সেটি কিভাবে  ব্যবহার করবেন আপনি কি জানেন । আসুন কিভাবে ব্যবহার করতে হবে সেটি ইমেজ দ্বারা দেখে নেই 
undefined



আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আনেক ভাল আছি। অবশ্যই আমি কি বলতে চাচ্ছি শিরোনাম দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট একটি সফটওয়্যার  এর পরিচয় করিয়ে দিব, যার নাম f.lux
আমরা অনেকেই প্রতিদিন ৬-৭ ঘণ্টা কম্পিউটারে কাটাই…
এতেই হয়ে যাচ্ছে আমদের অতি মূল্যবান চোখের অপুরণীয় ক্ষতি।
অথচ মাত্র ৫৪৬ কেবির ছোট একটি সফটওয়্যার ই পারে আপনাকে এই সমস্যার থেকে সমাধান দিতে।
সফটওয়্যারটির নাম F.lux.


মাত্র ৫৪৬ কেবির ছোট একটি সফটওয়্যার. যা আপনার লোকাল সময় অনুযায়ী আপনার  মনিটর এর আলো নিয়ন্ত্রণ করে আপনার চোখ কে ক্ষতিকর রশ্মী থেকে রক্ষা করবে
সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ  http://www.mediafire.com/?99m895ytok239b3 
উপকৃত হলে কমেন্ট এ জানান।

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

আজকে আপনাদের কে একটি চমৎকার হোন্ডা রেসিং গেমের সন্ধান দিব, জাভা (s40) এবং সিম্বিয়ান (s60) ফোনের জন্যঃ
Game name: Motocross Trial Extreme
Vendor: Gameloft.
জাভা সেটে এত চমৎকার Honda Racing গেম এর আগে আমি কখনও খেলি নি। চমৎকার গ্রাফিক্স, লোকেশন, জাম্পিং দেখে আপনিও মুগ্ধ হবেন আর সিম্বিয়ান ভার্শন গুলো তো আরো জটিল।
এটি আর সব Traditional রেসিং গেম থেকে একটুভিন্ন, এখানে আপনার প্রতিদ্বন্দি আপনার সাথে একই ট্রাকে খেলবে না, খেলবে অন্য ট্রাকে। মানে এখানে শুধু সময়ের দিক থেকে এগিয়ে থাকলেই প্রথম হতে পারবেন না, বরং গেমে হোন্ডা নিয়ে উচু থেকে লাফিয়ে পরার সময় আপনাকে বিভিন্ন শারিরিক করসত দেখাতে হবে, এটার উপরই পয়েন্ট পাবেন।
খেলে দেখুন আপনিও গেমটির প্রশংসা করবেন।
নিচে কিছু স্ক্রীন শট দেখুনঃ



ডাউনলোড লিংকঃ
Screen size অনুযায়ি ডাউনলোড করুন।
যদি আপনার ফোনের Screen size না জানেন তা হলে Google এ Resolution of Nokia xxx লিখে সার্চ দিন। xxx এর জায়গায় মডেল নাম্বার দিবেন।
128×128 s40
128 x 160 s40
176×208 s40
176×220
240×320 s40
240×320 s60
320×240 s60
360×640 s60

এত কষ্ট করে গেম জোগার করে দেই মন্তব্য করে উতসাহিত করলে খুশি হব।
ধন্যবাদ পোষ্ট পড়ার জন্য।
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?

আজকাল এটা সবাই জানে যে জিপি সিম ব্যবহার করে ফ্রী ইন্টারনেট ব্যবহার করা যায়। তারপর ও যারা জানেন না বা সফল হতে পারেননি তাদের জন্য পোস্টটি।

আপনার যা যা লাগবে :
১। জিপি সিম
২। এক্টিভ ইন্টারনেট সেটিংস
৩। অপেরা মিনি হ্যান্ড্যালার/ইউসি ব্রাউজার হ্যান্ড্যালার

প্রথমেই আপনার মোবাইল সেটিংস্ এ যেতে হবে।

Settings >> WIRELESS & NETWORKS >> MOBILE
NETWORKS >> ACCESS POINT
NAMES এ যান।
মেনু বাটন চেপে New APN এ প্রেস করুন এবং এই ডাটা গুলো ফিলআপ করে নতুন Access Point তৈরি করুন।

NAME- Androik.com
APN- gpinternet
PROXY- 80.239.242.253
PORT- 80
MCC- 470
MNC- 01

এবং বাকি সব যেভাবে আছে সেভাবেই রাখুন এবং সেইভ করে Access point টিকে Default হিসেবে সেট করুন।
এখন আপনাকে opera mini handler অথবা UC Browser Handler Download করতে হবে। তবে এই দুইটির মধ্যে Opera mini latest version (6.5) দেয়া হয়েছে অন্য দিকে UC Browser Handler, old version হওয়ায় আমি বলবো Opera Handler Download করতে। কারণ এটা কাজ করার সম্ভাবনা বেশি।

Download Opera Mini Handler Apk

Download UC Browser Handler Apk

আমি আগেই বলেছিলাম আপনার ইন্টারনেট Active থাকতে হবে এজন্য আপনি জিপি 3MB প্যাকেজ টা কিনে নিতে পারেন এতে করে ৭ দিন মেয়াদ থাকবে এবং এই সাতদিন আপনি ফুল স্পিড এ আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

opera mini ইন্সটল করার পর open করলে একটি নতুন Window আসবে। এখানে নিচের দিকে Proxy থেকে Http Select করুন
এবং server এ wap.gpgamestore.com লিখে সেইভ করুন এখন opera, install সম্পূর্ণ হবে। বাস্ কাজ শেষ!!!
এখন কোপাইয়া আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন!!

বি:দ্র:
১। Opera mini handler এ বাংলা ফন্ট দেখাবে না তাই opera:config থেকে Bitmap Fonts, on করে দিন।
২। UC Browser Handler রান করার জন্য J2me Runner, App টি থাকা লাগবে তাই OPERA ব্যবহার করাই শ্রেয়।
৩। কাজ না হলে কমেন্ট করে জানাবেন এবং কাজ হলেও কমেন্ট করে জানাবেন।

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৩


আসসালামু আলাইকুম।
আজ আমি আপনাদেরকে যে সফটওয়্যার উপহার দেব সেটি সাধারণত skype,yahoo,msn messenger এর মতই একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটির সাইজ হচ্ছে ৩৩৫KB। সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
ব্যাবহার এর নিয়ম:
  • ডাউনলোড করে ইনষ্টল করার পর আপনার মোবাইল নম্বর অটোম্যাটিক রেজিষ্ট্রেশন হয়ে যাবে, তাই আলাদা ভাবে রেজিষ্ট্রেশন করার দরকার নেই।
  • যার সাথে লাইভ ভিডিও চ্যাট করতে চান উনার মোবাইলেও এই সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে।
  • ভিডিও চ্যাট স্টার্ট করতে প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন তারপর আপনার কাঙ্খিত বন্ধুর বা চ্যাটারে মোবাইল নম্বর টাইপ করে অপশন বাটনের Call Now বাটনে ক্লিক করলেই ভিডিও কল স্টার্ট হবে। এছাড়া সফটওয়্যারটির মধ্যে চ্যাট রোম আছে, আপনি চাইলে চ্যাট রোম থেকে যে কাউকে বন্ধু বানিয়ে উনার সাথে লাইভ ভিডিও চ্যাট করতে পারেন।







যে সকল মোবাইলে এটি সাপোর্ট করবে উহার তালিকা নিম্লে দেখুন:
LG: 610, 770, KS10
Nokia: 6630, 6680, 6681, C5 5MP, C5 TD-SCDMA, E5, X5 TD-SCDMA, N70, N70-1, N72, N90, 5228, 5230, 5232, 5233, 5235, 5235 Comes With Music, 5250, 5530 XpressMusic, 5530XM, 5800 Navigation Edition, 5800 XpressMusic, 97 mini, C5-03, C5-04, C5-05, C5-06, C6, C6-00, N97, N97 Mini, X6, X6 16GB, X6 8GB, 5530c-2, 3250, 5500, 5710 XpressMusic, 6702s, C7-00, E50, E60, E61, E61i, E62, E65, E70, E73, N71, N73, N75, N77, N80, N81 8GB, N91, N92, N93, N93i, 5730s-1, 5700, 6110 Navigator, 6120, 6120c, 6121 classic, 6124 classic, 6290, E51, E63, E66, E71, E90, N76, N78, N81, N82, N95, N95 8GB, 5320, 5630XM, 5730XM, 6121c, 6122c, 6210 Navigator, 6210s, 6220 Classic, 6220c, 6650f, 6650t, 6700 slide, 6710 Navigator, 6710n, 6720 classic, 6730 classic, 6760 slide, 6760s, 6790, 6790surge, C5, C5-00, C5-01, E5-00, E52, E55, E71x, E72, E73 Mode, E75, N79, N83, N85, N86, N96, X5-00, X5-01
Samsung: i7110, i8510 INNOV8, i8910, B5210U, G810, I408, I520, I528, I558, I558w, I568, I570, I7110C, L870, L878, L878E, SGH i458, i450, i550, i560, SGH G810, SGH i550, SGH i560, i8510
Sony-Ericsson: Satio (Idou), U5i Vivaz, Vivaz, Vivaz pro

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো থাকুন এটাই আমার কামনা।

আজ কে আমি একটি মজার বিষয়ে টিউন করবো, আশা করি পোস্ট টি আপনাদের ভালো লাগবে। মোবাইল আমাদের সকলের কাছে একটি প্রিয় জিনিস। বর্তমানে নোকিয়ার ফোনই সবার হাতে বেশি দেখা যায়। প্রায় সবারই ইচ্ছা হয় নোকিয়ার একটি ভাল মোবাইল ব্যবহার করার এবং তাতে ভাল ভাল সফটওয়ার ব্যবহার করার।   আর শখের মোবাইলে বিভিন্ন কারণে পাসওয়ার্ড দিয়ে যখন ভুলে যান তখন কি রকম লাগে ।।। তখন মন টা ও খারাপ হয়ে যায় ।। আর দাও মোবাইল ফ্লাশ দোখানে  হারাও সকল বন্ধু ও বান্ধবীর ছবি,গান, মেসেজ, contact number ইত্যাদি ।। আর এই সব থেকে পরিত্রান পেতে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কীভাবে আপনি ঘরে বসে ক্যাবল ও পিসি সুইট দিয়ে হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া  পাসওয়ার্ড বের করবেন ।


এক নজরে দেখে নিন আপনার মোবাইল ফোনটি কী সাপোটেড কিনা :


 Supported Nokia Infineon X-Gold213 Models for log file reading:
  • C1-01 (RM-607),C1-01.1(RM-608),C1-02 (RM-607),C1-03 (RM-607)
  • C2-00 (RM-704),C2-02 (RM-692),C2-02.1 (RM-693),C2-03 (RM-702)
  • C2-05 (RM-724),C2-05 (RM-725),C2-06 (RM-702),C2-07 (RM-692)
  • X2-05 (RM-772),Nokia Asha 200 (RM-761),Nokia Asha 200 (RM-762)
Supported Nokia Broadcomm Models for log file reading:
  • C3-00 (RM-614),X2-00 (RM-618),X2-01 (RM-709),X2-03 (RM-709)
  • X2-01.1 (RM-717),2710c (RM-586),2710b-2 (RM-586),7020 (RM-497)
Supported Nokia RAPUYAMA v11 Models for log file reading:
  • 5630 (RM-431),5730 (RM-465),6700 Classic (RM-470),6700 Slide (RM-576)
  • 6710 Navigator (RM-491),6720 Classic(RM-424),6730c-1 (RM-547, RM-566)
  • 6750 Mural (RM-381),C3-01 (RM-640),C5-00 (RM-645, RM-688),C5-03 (RM-697)
  • C6-01 (RM-601),C7-00 (RM-675),E52 (RM-469),E55 (RM-482),E5-00 (RM-632)
  • E7-00 (RM-626),E72 (RM-529, RM-530),E73 (RM-658),N8 (RM-596)
  • X3-02 (RM-639),X5-01 (RM-627),X7-00 (RM-707)
Supported Nokia RAPUYAMA v21 Models for log file reading:
  • Nokia Asha 201 (RM-799),Nokia Asha 201 (RM-800)
  • Nokia Asha 300 (RM-781),Nokia Asha 303 (RM-763)
  • Nokia 500 (RM-750),Nokia 600 (RM-701)
  • Nokia 603 (RM-779),Nokia 700 (RM-670)
  • Nokia 701 (RM-744)
Supported Nokia RAPIDO Models for log file reading:
  • C6 (RM-612),E63 (RM-437),E66 (RM-343),E71-1 (RM-346)
  • 5250 (RM-684),5230-1b (RM-593),5230-1b (RM-594),5230 (RM-588)
  • 5530 (RM-504),5730s (RM-465),5800d-1 (RM-356),6120C (RM-243)
  • 6760s (RM-573),6790s (RM-492),N97-1 (RM-505),N97-3 (RM-506)
  • N97-4 (RM-507),N86 (RM-484/485),N97mini (RM-555),X6 (RM-551/559)
Supported Nokia RAP3v4 Models for log file reading:
  • 3710a-1 (RM-509, RM-510), 3710f (RM-509), 3710a-1b (RM-510)
  • 3711a (RM-511), 3711a-1 (RM-511), 5330 (RM-479/478), 6303ci (RM-638)
  • 6303i (RM-638), 7230 (RM-598/604), C2-01 (RM-721), C2-01 (RM-722)
  • X3-00 (RM-540), X5-01 (RM-627)

যা যা লাগবে :


১। ১টি ডাটা ক্যাবল
৩। Nemesis Service Suite (NSS)  সফট টি ডাউনলোড করতে এখানে ক্লীক করুন ।।
যাদের নকিয়া পিসি সুইট নাই  তারা এখান থেকে ডাউনলোড করে নিন ।।সাথে Nemesis Service Suite (NSS ) ও ডাউনলোড করে নিন ।।
কীভাবে সিকিউরিটি কোড বাহির করবেন :



    • প্রথমে নকিয়া পিসি সুইট(Nokia PC Suite) ইন্সটল করুন ।।
    • Nemesis Service Suite (NSS) এই টা ও ইন্সটল করুন ।।
    • এরপর ক্যাবল দিয়ে মোবাইলটি পিসির সাথে Connect  করুন । মোবাইল স্কীনে PC Suite এ ক্লীক করুন ।। ( your phone to your PC with data cable. If the phone ask for connection mode, choose default mode or PC Suite mode (But don’t open Nokia PC Suite.)



  • ক্যাবল Connect  হওয়ার পর Nemesis Service Suite (NSS) সফটওয়্যরটি ওপেন করুন ।
  • কিছুক্ষণ অপেক্ষা করুন এবং নিচে দেখুন আপনার মোবাইল মডেল দেখাবে । পাশে Detect এ ক্লীক করুন এবং Permanent Memory ক্লীক করুন।। ।
  • এরপর READ এ ক্লিক করুন ।। নিচে স্কীনশট দেখুন :




  • এখন আপনার পিসির C ড্রাইভে চেক করুন । ।
C:\Program Files\NSS\Backup\pm\.pm
অথবা
C:\Users\cyber\AppData\Local\Temp\Rar$EXa0.129\BackUp\352942022669250\352942022669250.pm
Note :  চিএে লাল চিহিত স্থানে ফাইলটি আপনার পিসিতে সেভ হবে ।। ওই খানে .pm নামে ১টি ফাইল পাবেন । । ব্যাস কাজ শেষ ।

  • .pm  ফাইলটি নোটপ্যাড বা নোটপ্যাড ওপেন করুন এবং Press “Ctrl+F “  খুজে বের করুন [308]  তার একটু নিচে (5=) ব্যাস কাজ শেষ
  • উদাহারণ স্বরূপ 5=31323334350000000000
  • Just ignore the red colour font. So, 12345 is your security code.
এটা ১০০% কাজ করে । Nokia E66 ও Nokia 5530 আমি টেষ্ট করছি ।। এটা শুধু মাএ নকিয়া মোবাইল ইউজার এর জন্য ।
ধন্যবাদ সবাইকে।

Recent Comments