সোমবার, ১৮ মার্চ, ২০১৩

আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহ্‌র রহমতে ভাল আছেন।
 
undefined
 
অডিও কিংবা ভিডিও ফাইল পারস্পরিক রূপান্তরের জন্য সবারই শরনাপন্ন হতে হয় তৃতীয় পক্ষের কোনো 
সফটওয়্যারের।
বিনামূল্যে অনেক ধরণের সফটওয়্যার থাকলেও উপযুক্ত কাজটি সঠিকভাবে আদায় করা যায় না কোনো কনর্ভাটার 
থেকেই। 
সবচেয়ে বড় দুর্বলতা সব ধরণের ফাইল রূপান্তর করতে না পারা। 
অধিকাংশ আবার সাতদিন কিংবা ত্রিশ দিন পেরোতোই জেঁকে বসে রেজিস্ট্রেশন করানোর বায়না নিয়ে।
এসব ঝামেলায় না যেতে চাইলে আপনার জন্য আছে সহজ সমাধান- মাত্র ১৭.৩৭ মেগাবাইট আকৃতির ক্ষুদে
সফটওয়্যার আই-স্কাইসফট ভিডিও কনর্ভাটার আলটিমেট, 
নামে ভিডিও কনর্ভাটার হলেও একে দিয়ে প্রায় সব ধরণের মিডিয়া ফাইল পারস্পরিক রূপান্তর করার পাশাপাশি 
ব্যবহার করা যাবে অডিও এবং ভিডিও এডিটর হিসেবে। 
এমনকি সিডি/ডিভিডি বার্ণ করা, কোনো গান অথবা ভিডিওতে লুকিয়ে থাকা বিশেষ অংশ প্রয়োজনে কেটে 
নেওয়ার জন্য ক্লিপিং অপশনও পাওয়া যাবে। 
আর অনলাইন থেকে সরাসরি লিংক দিয়ে মিডিয়া ফাইল ডাউনলোড করার ব্যবস্থা তো থাকছেই। 

এজনজরে উল্লেখযোগ্য ফিচারগুলো:
undefined 
 
ভিডিও এডিটিং

সিডি/ডিভিডি বার্ণ

 ক্লিপ বা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া

লিংক থেকে ডাউনলোড বা ইউআরএল ডাউনলোড
 যে সব ফাইল ফরমেট সমর্থন করে:
 











 
ডাউনলোড লিঙ্ক 
 http://1337x.org/torrent/288792/0/

সতর্কতা: মিডিয়া ফায়ার এবং ড্রপবক্স থেকে ফাইলটি মুছে দেওয়া হচ্ছে তাই অন্য লিংক দেওয়া হলো। তবে এই
 লিংক থেকে শুধুমাত্র ট্রয়াল কপি নামানো যাবে। যা চিত্রে দেখানো পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এই 
রেজিস্ট্রেশন কি শুধুমাত্র ৩.১.২ সংস্করণের জন্য।
পরিশেষে: কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। সেজন্য ৫৯ ডলারের এই সফটওয়্যারটির নিবন্ধন করার
 বায়না নিয়ে জেঁকে বসতে না পারে তাই রেজিস্ট্রেশন কোড মিলিয়ে দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে।


  


বি:দ্র: ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
 আর পোস্টটা কেমন হলো অবশ্যই জানাবেন ।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments