রবিবার, ৫ মে, ২০১৩

সবাইকে সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজ একটা ছোট্ট বিষয় সবার সাথে শেয়ার করলাম। নিচের যে সফটওয়্যারটি শেয়ার করলাম এই সফটওয়্যারটি ছোট হলেও এর কার্যক্ষমতা অনেক বেশী। এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করা মাত্র যেই পেনড্রাইব আপনার কম্পিউটারে ঢুকাবে সাথে সাথে তার সব ডাটা আপনার কম্পিউটারে জমা হয়ে যাবে।
প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন
ডাউনলোড করার পর এটি ওপেন করুন। ওপেন করার পর নিচের মত স্কিন আসবে।


এখন আপনি ডান পাশে Browse এ ক্লিক করে যে ফোল্ডারে অটোমেটিক পেনড্রাইভের ফাইল কপি হবে সে ফোল্ডারটি ধরিয়ে দিন । এখন স্টার্ট বাটনে ক্লিক করে সফটওয়্যারটি মিনিমাইজ করুন । আপনার কাজ শেষ । এখন অন্যের পেনড্রাইভ আপনার কম্পিউটারে ঢুকিয়ে অন্যের ফাইল কপি করে নিন সবার অজান্তে ।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments