বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। 
যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন। 
ফেইসবুক এখন পৃথিবীর ১ নম্বর সোশ্যাল মিডিয়া সাইট। প্রায় সব ইন্টারনেট ইউজার ফেইসবুক এর মাধ্যমে ফ্রেন্ডএর সাথে কানেক্ট রয়েছে। এটা আমরা জানি যে, ফেইসবুক এ কোনো ফ্রেন্ড যদি আমাদের আনফ্রেন্ড করে সেটা আমরা জানতে পারিনা এবং সেটা ফেইসবুক notify এর মাধ্যমে জানায় না। তাই আমরা জানতে পারিনা যে কোন ফ্রেন্ড আমাদের ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আপনাদেরকে জানিয়ে দিবে যে কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড করেছে।
 
The all features according to developer:
Unfriend Notifications!
যখন কেউ আপনাকে আনফ্রেন্ড করবে আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন যে, কে আপনাকে আনফ্রেন্ড করেছে।
 
 
 
Account Deletion Notices!
আনফ্রেন্ড নোটিফিকেশন ছাড়াও এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে, কেউ যদি তার ফেইসবুক এর প্রোফাইল delete করে বা ফেইসবুক এর প্রোফাইল এ কোনো রকমের পরিবর্তন আনে তাহলেও আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন।
এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। 
ডাউনলোড করুন এখান থেকে-
 
 ফেইসবুক এ কেউ আনফ্রেন্ড করলে জানতে পারবেন ছোট্ট একটি অ্যাড অনস এর মাধ্যমে
 
এটি ডাউনলোড করে ইনস্টল করার পর আপনি যেভাবে ফেইসবুক চালান সেভাবেই চালাবেন শুধু মেনু বারে একটি মেনু অতিরিক্ত যোগ হবে।
এটি 100% Safe & Secure!
আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।
 

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments