মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

PD-Proxy কি?
PD-proxy একটি নিরাপদ এবং Free VPN service ব্যবহারকারী Software, যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বিনামুল্যে Internet সেবা গ্রহণ করতে পারবেন। PD-Proxyতে একটি Free Account করে আপনি প্রতিদিন 100 MB Internet সম্পূর্ণ ফ্রী-তে ব্যবহার করতে পারবেন। এটি Internet এ ব্যবহারিত আপনার সকল ডাটাকে Encrypt করে ডাটাকে নিরাপদ রাখে, যার ফলে অন্য কোনো ব্যবহারকারী বা Hacker-রা আপনার কোনো ডাটা বা তথ্য চুরি করতে পারবে না।

এখন আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে PD-Proxy এর মাধ্যমে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে হয় তা ধাপে ধাপে জেনে নিই।

ব্যাবহার বিধিঃ
PD-Proxy VPN Service

ধাপ ১# প্রথমে http://www.pdproxy.com/ এই লিঙ্ক এ গিয়ে Signup For FREE লিখাতে ক্লিক করুন।



ধাপ ২# এরপর নিচের ছবির মত একটি রেজিস্ট্রেশন ফরম আসবে। এটা যথাযত ভাবে পূরন করে Signup এ ক্লিক করুন।


ধাপ ৩#  এরপর আপনার দেওয়া Email ID তে একটি Confirmation mail প্রেরণ করা হবে।
আপনার ইমেইল আইডিতে প্রবেশ করে Inbox হতে mail টি ওপেন করে Confirmation Link এ ক্লিক করতে হবে। এরপর তা আবার PD-Proxy ওয়েব সাইটে Redirect হবে।
এরপর এখান থেকে PD-Proxy  Softwareটি download করে নিন।




ধাপ ৪#   ডাউনলোড হবার পর PD-proxy_VPN.zip বা .rar ফাইলটি open করুন। এখান থেকে PD-Proxy.exe ফাইলটি Administrative mode এ open করুন।





ধাপ ৫#  এরপর চিত্রের মত আপনার রেজিস্টার-কৃত User name ও Password দিয়ে Connect বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে connection পেয়ে যাবে।



এখন থেকে প্রতিদিন এভাবে Free 100 MB internet ব্যবহার করুন কোনো ঝামেলা ছাড়াই।
এরপরও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর কে কে পেরেছেন তা তো অবশ্যই জানাবেন।

********************************ধন্যবাদ********************************




Tagged:

৬টি মন্তব্য:

  1. sir,help me password te ke vabe debo bujte parchena bole din

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধাপ ২# এ যে user name & password দিবেন,
      ধাপ ৫# এ সেই user name & password দিবেন।

      মুছুন
  2. উত্তরগুলি
    1. Mithun Chakma @ প্রথমে আপনি গ্রামীনফোন এর P7 প্যাকেজ টা চালু করে উপরোল্লেখিত কাজগুলো সম্পন্ন করবেন,তারপর থেকে আরামসে ফ্রী নেট চালাতে পারবেন।

      মুছুন
  3. ভাই আমি ওপরের সবকিছু করে।১mb কিনে কানেক্ট করতেছি কিন্তু যতক্ষণ mb থাকে ততক্ষণconncct থাকে mb শেষ হয়ে গেলে unplug হয়ে জাচ্ছে প্রতিবার.নতুন করে সাইন আপ করার পোর ও।শুধু একবার ব্যবহার করতে পারছিলাম পরে বারবার একই সমস্যাই ভুগতেছে।কিভাবে আর কি করবো বুঝতেছি না।একটু. বলুন কি করবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই, PD-Proxy টা কিছুদিন বন্ধ করে দিয়েছিল তবে পরে আবার চালু হয়েছে। আপনি Please আর একবার চেষ্টা করে দেখুন।

      মুছুন

Recent Comments