মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আনেক ভাল আছি। অবশ্যই আমি কি বলতে চাচ্ছি শিরোনাম দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট একটি সফটওয়্যার  এর পরিচয় করিয়ে দিব, যার নাম f.lux
আমরা অনেকেই প্রতিদিন ৬-৭ ঘণ্টা কম্পিউটারে কাটাই…
এতেই হয়ে যাচ্ছে আমদের অতি মূল্যবান চোখের অপুরণীয় ক্ষতি।
অথচ মাত্র ৫৪৬ কেবির ছোট একটি সফটওয়্যার ই পারে আপনাকে এই সমস্যার থেকে সমাধান দিতে।
সফটওয়্যারটির নাম F.lux.


মাত্র ৫৪৬ কেবির ছোট একটি সফটওয়্যার. যা আপনার লোকাল সময় অনুযায়ী আপনার  মনিটর এর আলো নিয়ন্ত্রণ করে আপনার চোখ কে ক্ষতিকর রশ্মী থেকে রক্ষা করবে
সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ  http://www.mediafire.com/?99m895ytok239b3 
উপকৃত হলে কমেন্ট এ জানান।

Tagged: ,

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments