বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

আমরা অনেকেই অনেক সময় নকিয়া ফোন এর বিভিন্ন সফটওয়্যার সমস্যায় ভুগি। যেমন; হ্যাং করা, বার বার রি'স্টার্ট নেয়া, এপ্লিকেশন রান হয় না ,ইত্যাদি। এছারাও অনেক সময় ফোন এ পাসওয়ার্ড ভুলে যাই ফলে ফোন লক হয়ে যায়। এই সমস্যা গুল সমাধান করা সম্ভব আপনার ফোন ফ্ল্যাশ দেয়ার মাদ্ধমে। ফ্ল্যাশ এর মাদ্ধমে আপনার ফোন একদম নতুন অবস্থায় যেমন ছিল তেমনই হয়ে যাবে!!!



প্রয়োজনীয় জিনিসঃ
  • আপনার ফোন এর ইউএসবি ডাটা কেব্‌ল।
  • Phonix Service software (download link: http://depositfiles.com/files/qiqbgfg2x )
  • আপনার ফোন এর উপযুক্ত ফ্ল্যাশ ফাইল । 
  • ফ্ল্যাশ ফাইল কোথায় পাবেন??? 
  • এর জন্য রয়েছে একটি সফটওয়্যার। 
  • (download link: http://www.symbian-toys.com/navifirm.aspx#download ) এই navifirm সফটওয়্যার এ আপনার ফোন এর RM নাম্বার দিয়ে সার্চ দিয়ে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে।
ধাপঃ
  • ফনিক্স সফটওয়্যারটি আপনার পিসি এর C:/ ড্রাইভ এ ইন্সটল করুন।
  • navifirm দিয়ে আপনার ফ্ল্যাশ ফাইল ডাউনলোড দেয়ার পর সবগুল ফাইল একটি ফোল্ডার এ রেখে ফোল্ডারটি C:\Program Files\Nokia\Phoenix\Products\ তে পেস্ট করুন। লক্ষ করবেন ফোল্ডারটির নাম জেন আপনার RM নাম্বার এর সাথে মিল থাকে (ex: RM-512)
  • এবার ফনিক্স সফটওয়্যার ওপেন করুন এবং আপনার ফোন ডাটা কেব্‌ল দিয়ে পিসি এর সাথে কানেক্ট করুন।
  • NO CONNECTION লেখার ডান পাশের চিহ্ন তে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোন এর RM নাম্বার দেখা জাচ্ছে। RM নাম্বারটি সিলেক্ট করুন।
  • এবার Flashing এ ক্লিক করুন এবং Farmware Update সেলেক্ট করুন।
  • Product Code এর ডান পাশের বক্স এ ক্লিক করুন এবং আপনার Product টি সেলেক্ট করে ওকে ক্লিক করুন।
  • এবার Refurbish ক্লিক করুন।
  • এপর ফনিক্স এর নির্দেশনা অনুসারে আপনার ফোন ফ্ল্যাশ দিন।
বিঃদ্রঃ এই সফটওয়্যারটি নকিয়া ব্যতিত অন্য কোন ফোনে ব্যবহার করা যাবে না। নকিয়া কেয়ার এ এই সফটওয়্যারই ব্যবহার করা হয়। ফ্ল্যাশ দিলে ওয়ারেন্টি শেষ হয়ে যায়। সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনার ফোন ফ্ল্যাশ দিন, কিছু হলে আমি দায়ি থাকব না।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments