বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

শিরোনাম দেখেই আশা করি বুঝতে পারছেন বিষটা কি? এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মোবাইলের যেকোন ধরনের সফটওয়্যার পাসওয়ার্ড দিয়ে লক  করে রাখতে পারেন। ফোনবুক, গ্যালারী, নোটস সহ প্রায় সব ধরনের কন্টেন্ট-ই আপনি লক করে রাখতে পারেন। সফটওয়্যাটির বিশেষ বৈশিষ্ট হল এটা একটা ফ্রী এপ্লিকেশন কোন সিরিয়াল এর দরকার নাই। তাহলে,

  • প্রথমে এখান থেকে সফটওয়্যাটি ডাউনলোড করে নিন।
  • ঠিক-টাক মত ইন্সটল করুন।
  • ইনস্টল হলে চালু করুন এপ্লিকেশনটি।
    • একটা পিন নাম্বার দিন এবং কনফার্ম করুন।
    • একটা প্রশ্ন সিলেকট করুন এবং উত্তর দিন ওকে প্রেস করুন।
     
  • এখন আপনি আপনার মোবাইলের যে কন্টেন্ট লক করতে চান সেটা ক্লিক করুন। এবং বেরিয়ে আসুন।
  • সেট একবার রিস্টার্ট করে নিন।


সবাই ভাল থাকবেন। আর টিউন সম্পর্কিত যেকোন সমস্যার কথা জানাবেন। কমেন্ট করবেন অবশ্যই।

Tagged: ,

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments