রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। 
আমারা যখন কোন সফটওয়্যার ইন্সটল করি, ওই সফটওয়্যার এর বিভিন্ন ফাইল সিস্টেম এর বিভিন্ন জায়গায় কপি হয় । ওই সফটওয়্যার এর অনেক গুলো রেজিস্ট্রিও হয় । কিন্তু সফটওয়্যারটি যখন আমরা আনইন্সটল করি তখন ওই সব রেজিস্ট্রি ফাইল সব ডিলিট হয় না । অনেক কিছুই সিস্টেম এ রয়ে যায় । যা অযথা সিস্টেম এ জায়গা নষ্ট করে । অবাঞ্ছিত রেজিস্ট্রি সিস্টেম স্লো করে ও কোন কোন সময় error এর কারন ও হয় । তাই সফটওয়্যার আনইন্সটলটা ঠিক ভাবে করা জরুরি । আজ যে সফটওয়্যারটা শেয়ার করছি এটা হল আনইন্সটল করার বস । খুব সহজে সফটওয়্যার এর প্রতিটা ট্রাক খুঁজে বের করে আনইন্সটল করে । মানে সফটওয়্যারটা ফুল আনইন্সটল হয় । এটা ডলার দিয়ে কিনতে গেলে অনেক দাম। আমি আপনাদের ফ্রী তে দিলাম ।


যাদের দরকার নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন । ওই ফাইল এর ভিতরে সিরিয়াল আছে ।
ডাউনলোড লিঙ্ক

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments