শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আজ আমার পোষ্ট এন্ড্রয়েড এর রুটেড করা নিয়।
Samsung কোম্পানির Galaxy সিরিজ সবার জানা। এই সিরিজ এন্ড্রয়েড চালিত স্মার্টফোন। তুলনামুলকভাবে কম দাম হওয়ায় অনেকেই এই সিরিজের সেট গুলোর  প্রতি আকর্ষিত হচ্ছে।
এই সিরিজের উল্লেখযোগ্য ফোন গুলো হলঃ
1. Samsung Galaxy Ace
2. Samsung Galaxy Y (Young)
3. Samsung Galaxy S
4. Samsung Galaxy S II
5. Samsung Galaxy S III
6. Samsung Galaxy Note
7. Galaxy Tab ইত্যাদি………
এন্ড্রয়েড, ইউজারদের জন্য ফুল এক্সপেরিয়েন্স দেয় না। ফুল এক্সপেরিয়েন্সের এন্ড্রয়েড সেটগুলো রুট করা লাগে। রুট করলেই ফুল এক্সপেরিয়েন্স পাওয়া সম্ভব। এটা মুলত এন্ড্রয়েড এর দোষ না। দোষ হল কোম্পানির যারা এন্ড্রয়েড এর উপর ভিত্তি করে সেট বানায়। এক্ষেত্রে আরো এগিয়ে Samsung. এরা কোনমতেই সেট রুট করতে দেয় না। অনেক কায়দা – কৌশল করে সেট রুট করতে হয়। আমি যে ডাউনলোড লিঙ্ক দিব সেটাই ইন্সটল ও Cyanogen Mod 9 for ace ( যাদের Gio তারা Cyanogen Mod 9 for Gio ডাউনলোড করবেন ।Cyanogen Mod 10 এখন Beta ভার্সন এ আছে তাই এটা ইন্সটল না করাই বেটার। এরপর Dialandroid সাইটে দেখানো মত (এজন্য Clockwork recovery mode ইন্সটল করা থাকতে হবে) তারপর সব ডাটা ওয়াইপ করে ইন্সটল করবেন নিচের .zip ফাইলটি। ইন্সটল করতে সর্বোচ্চ ৫ মিনিট লাগবে। সেট বুট করতে লাগবে আরও পাচ মিনিট। তো আপনাকে ICS উপভোগ করতে লাগবে মাত্র ১০ মিনিট সময়। ফাইল টি (১২৭)  এমবি।

সুবিধা সমূহঃ
১। বিল্ট-ইন বাংলা সাপোর্ট পাবেন।
২। প্রসেসর আরো ফাস্ট হবে
৩। রুট সুবিধা পাবেন।
৪। সম্পূর্ণ নতুন নতুন ওয়ালপেপার ও লাইভ ওয়ালপেপার পাবেন। বিভিন্ন রিংটোন পাবেন।
এই সফটওয়্যার টি যদি আপনার দরকার হয় তাহলে এখানে ক্লিক করুন।

আশা করি পোষ্টটি আপনাদের অনেক কাজে লাগবে।
আজকের পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানান।
সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments