বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । ফেসবুক এর কথা নতুন করে কিছু বলার নেই 
যদি আপনার অত্যন্ত প্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকার এর কবলে পরে?
কয়েকটি বিষয় মাথায় রাখলে, সতর্ক থাকলে কিছুই করতে পারবে না কেউ । এক্ষেত্রে আপনার করনীয় গুলো দেখে নিতে পারেন ।


1. প্রথমে ফেসবুক সিকিউর ব্রাউজিং এবং লগইন নোটিফিকেশন অন করে নিন এই লিঙ্ক থেকেঃ https://www.facebook.com/settings?tab=security&section=notifications&view


২। ফেসবুক ফিশিং তৈরি করে হ্যাক করাটা বেশ জনপ্রিয় । ফিশিং পেজ চেনার জন্য ব্যবহার করতে পারেন একটি ব্রাউজার অ্যাড-অন। অ্যাড-অনটি আমি অপেরা এবং মোজিলা তে ব্যবহার করেছি, ফিশিং ওয়েব সাইট সনাক্ত করলে এটি আপনাকে একটি রেড সাইন দেখাবে ।  WOT Addons এর অফিশিয়াল ওয়েব সাইটঃ http://www.mywot.com/
অ্যাড-অন টি মাত্র ৩৬৮ কেবি



৩।  মেলওয়ার ব্যবহার করেও হ্যাকিং হয়ে থাকে ফেসবুক অ্যাকাউন্ট । মেলওয়্যার থেকে বাচতে ব্যবহার করতে পারেনঃ Malwarebytes Anti-Malware
ফুল ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেনঃ এখান থেকে ( ৯ । ৬ এমবি ) 


৪। ফেসবুকে অবশ্যই নির্ভর যোগ্য পাসওয়ার্ড ব্যবহার করুন । মোবাইল নাম্বার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার থেকে বিরত থাকুন।
এই কয়েকটি বিষয় লক্ষ করে চললেই শঙ্কিত হওয়ার কিছুই নেই । সবাই ভাল থাকুন । ধন্যবাদ ।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments