শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের আপনাদের জন্য নিয়ে এলাম মেমোরী কার্ডের গুরুত্বপূর্ণ দু'টি টিপস, যা জানা আপনাদের একান্ত প্রয়োজন। 

তাহলে অনুসরণ করুন নিচের পদ্ধতি গুলো ভালো করে।

টিপস (০১)

আমরা অনেক সময় কম্পিউটারে মেমোরিকার্ড দিয়ে ছবি/ নাটক/ গান লোড করি । অনেক সময় আমাদের এমন কিছু পারসোনাল জিনিস থাকে যেগুলো আমরা কম্পিউটার থেকে হাইড করতে চাই ।
এ সমস্যার সমাধান দেব আমি । আপনি যে ফোল্ডার টা কম্পিউটার থেকে হাইড
করতে চান সেই ফোল্ডারের নামের শেষে শুধু (ফুলস্টপ) বসিয়ে দিন ।
যেমনঃ Hossian Photo শেষে "." (ফুলস্টপ) বসিয়ে দিন।



ব্যস কাজ শেষ । এখন কম্পিউটারে মেমোরিকার্ড ঢুকালেও ওই ফোল্ডারে আর
ঢুকতে পারবে না । যতোই চেষ্টা করুক, কোন ভাবেই ঢোকা যাবে না।


টিপস (০২)
আপনার জাভা মোবাইলের মেমোরি কার্ড কেউ ফরমেট দিতে পারবে না ।
প্রথমে আপনার মেমোরি কার্ডের নাম রিনেইম করুন ।
তারপর আপনার রিনেইম করা নামের সাথে .Otb লাগিয়ে দিন যেমনঃ
Hossian.otb আর কিছু করা লাগবে না ।



ব্যস এবার কেউ আপনার মেমোরি কার্ড ফরমেট করতে পারবেনা ।

বিঃ দ্রঃ উপরের কাজগুলো মোবাইলে মেমোরি রেখে কাজ করতে হবে।

(যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন)
ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments