শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

ছোট এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করলাম। আশা করি অনেকের উপকারে আসবে।
এমন অনেকেই আছেন যাদের আইফোন হয়ত দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেকটাই ধীরগতির হয়ে গেছে। বিশেষ করে তাদের জন্যই এই টিউন।
প্রথমে আপনার আইফোনের হোম বাটন এ ডাবল ক্লিক করুন।
তারপর যেই এপ্লিকেশনগুলো আসবে সেখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকুন।


এরপর সব এপ্লিকেশনগুলো মাইনাস করে দিন।
কাজটি শেষ হলে হোম বাটন এ ক্লিক করে আপনার আইফোনের ওয়াল এ ফিরে আসুন।
এরপর আপনার আইফোনের শাটডাউন বাটন এবং হোম বাটন একসাথে চেপে ধরুন।
আপনার আইফোনটি অটোমেটিক বন্ধ হয়ে রি-স্টার্ট না হওয়া পর্যন্ত চেপে ধরা অব্যাহত রাখুন।
আইফোন চালু হলে তফাতটা নিজেই দেখতে পাবেন।
যারা আগে জানতেন না তাদের জন্য আশা করি উপকারে আসবে।
আর যারা আগে থেকেই জানতেন তাদেরকে পড়ার জন্য ধন্যবাদ।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments