রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

WinRAR ফ্রী চালানো গেলেও ৪০ দিন পর থেকে একটা ম্যাসেজ দেখায় রেজিস্টার করতে বা ম্যাসেজ ক্লোজ করতে বলে। এটা আমার কাছে অনেক বিরক্তি কর মনে হয়! আমার মনে হয় আপনাদের ও একই রকম বিরক্তি লাগে। আসেন আপনাদের বিরক্তি দূর করে দেই। :) মানে WinRAR ফুল ভার্সন করার পদ্ধতি ও যা লাগবে দিয়ে দিচ্ছি, নিয়ে যান ফ্রীতে।


স্টেপগুলো নিম্নরুপঃ
  • প্রথমে এখান থেকে WinRAR Key টেক্সট ফাইল্টি ডাওনলোড করে নিন।
  • ফাইলটি কপি করে (C:) ড্রাইভ এ প্রোগ্রাম ফাইল এ পেস্ট করে দিন।
  • পদ্ধতিটি হবে এমন, Computer>Local Disk(C:)>Program Files>WinRAR
এবার কোন .zip আর্কাইভ ফাইল খুলেন দেখবেন আগের ম্যাসেজ দেখায় না, ও উপরে এক্সপায়ার এর কত দিন বাকি আছে তাও দেখাচ্ছেনা। একটা নাম এ রেজিস্টার দেখাচ্ছে।
ভালো থাকবেন।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments