মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩


আমি যদি এ গেমটি খেলা শুরু করি তবে ৩০ মিনিটের আগে উঠতে পারিনা। অথচ মাত্র ২ মিনিটেই এক Round শেষ হয়ে যায়।  তারপরও খেলতে ইচ্ছে করে। কারণ এটা একটা Point Based Game. আপনি যদি ২০০০ করতে পারেন তাহলে আরো বেশি Point এর জন্য আবার খেলতে চাইবেন।

এবারে আসি নিয়ম কানুনের কথায়।
তেমন কোন নিয়ম কানুন নেই। বিশেষ কোন Requirement ও নেই। কারণ এটা একটা Flash Game. Windows 98 ব্যবহারকারী যদি থাকেন তিনিও খেলতে পারবেন। আর অন্যরা তো পারবেনই।
প্রথমেই ডাওনলোড করে নিন নিচের লিংক থেকে।

Download Flamingo Drive

এটা Zip Folder হিসেবে আছে। প্রথমে আনজিপ করে নিবেন।
এরপর Double Click করলেই গেম শুরু হবে। Play > Play দিয়ে গেম শুরু করুন। কিছুনা! দেখবেন একটা বাদরের মত দেখতে প্রাণী একটা বককে লাঠির মত ধরে আছে। তার সামনে পড়ে আছে একটা ছোট পাখি। আর আরেকটু দুরে রয়েছে একটা জিরাফ।
ডান দিকে দেখবেন Power লেখা একটা ঘর। আর তার বামে একটা দিক নির্দেশক উঠানামা করছে। আপনার কাজ হল Power এর লাল দাগ যখন একদম উপরে উঠবে তখন  Mouse এ একটা Click করা। আর যেই Angel এ মারতে চান পয়েন্টার সেই Angel এ গেলে দ্বিতীয় ক্লিক করা।
ব্যস! এবার দেখবেন নিচের পাখিটা উড়ে যাচ্ছে বাড়ি খেয়ে। গাছ, হাতি, জিরাফ দেখে শুনে মারবেন।
কে কত পয়েন্ট করতে পারলেন কমেন্টে জানাবেন।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments