বুধবার, ২৭ মার্চ, ২০১৩

Advanced System Optimizer: সিস্টেম ইউটিলিটি জগতে যত সফটওয়্যার আছে তার মধ্যে এটির অবস্থান এক নাম্বারে। আমরা প্রতিদিন কিছু প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল দেয়ার সাথে সাথে কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যার/ফোল্ডার ইন্সটল দিয়ে ফেলি । এর ফলে পিসি অনেক স্লো হয়ে যায়। এডভান্স সিস্টেম অপ্টিমাইজার আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারে । এই সফটওয়্যার এর মাধ্যমে সহজেই স্পাইওয়্যার, এডওয়্যার, অতিরিক্ত ফাইল-ফোল্ডার রিমুভ করতে পারবেন ।

এক নজরে এর ফিচার সমুহঃ
এটি আপনার পিসি এর সমস্যা নির্ণয় করতে ও আপনার কম্পিউটার এর মান বজায় রাখতে সাহায্য করবে । 
  •  এটি এক ক্লিক এর মাধমে আপনার হার্ড ড্রাইভ থেকে স্পাইওয়্যার বা বাগ দূর করে ।
  •  এতে আপনার সিস্টেম সহ নিরাপত্তা সেটিংস এর  নিখুঁত এবং অনুরূপ ফাইল লোকেটিং এর বৈশিষ্ট্য আছে ।
  •  আপনার পিসি এর জাঙ্ক ফাইল দূর করবে ।

সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । 


WinZip System Utilities Suite:সিস্টেম ইউটিলিটি জগতে এটির অবস্থান দুই নাম্বার এ । এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনার পিসির জাঙ্ক,টেম্পোরারি ফাইল, রেজিস্ট্রি এরর ইত্যাদি দূর করতে পারবেন ।

এক নজরে এর ফিচার গুলোঃ

  • পরিস্কার করে জাঙ্ক ডাটা এবং ডিস্ক স্পেস খালি করে । 
  • লুকানো বাগ পরিস্কার করে ।
  • পুরানো এবং অনুপস্থিত ড্রাইভার স্ক্যান করে ।
  • রেজিস্ট্রি এরর পরিষ্কার করে ।
  • আপনার পিসির পারপরমেন্স আগের অবস্থা থেকে দ্রুত করে।
সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।


TuneUp Utilities: এই সফটওয়্যারটিও মোটামুটি উন্নত মানের । তবে উপরের সফটওয়্যার গুলোর মত না।
সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।


CCleaner : এই সফটওয়্যারটির সম্ভবত আমরা সবাই জানি । আমরা কম্পিউটার এ অথবা ইন্টারনেট এ কাজ করার সময় কিছু হিস্ট্রি,জাঙ্ক,টেম্পরারি ফাইল সি ড্রাইভ এ জমা হয় । এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনি এই সমস্ত ফাইল পরিস্কার করতে পারবেন ।


সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

Tagged: ,

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments