আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন আর সুস্থ থাকুন এটাই কামনা করছি। আজ আপনাদের সাবার সাথে এমন কিছু সফওয়্যার 
শেয়ার করলাম যা অনেকের কাছে অজানা। যারা জানেন তাদের জন্য না। যারা জানেন 
তারা আজে বাজে মন্তব্য করবেন না। আমার ভাল লাগল তাই সাবার সাথে শেয়ার 
করলাম। এই সফটওয়্যার ছাড়াও অনেক অনেক সফটওয়্যার আছে যার কাজ একই। তাও সবার
 সাথে শেয়ার করলাম। তাহলে আর দেরী না করে মূল কথায় আসা যাক। তাহলে দেখি 
নিচের সফটওয়্যরার গুলো।
০১. Mitto
 
আমরা অনেকেই অনেকরকম পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে থাকি। মিটো হচ্ছে আরেকটি সেফ অনলাইন পাসওয়ার্ড ম্যানেজার। সত্যি বলতে কি, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করলেও আপনি আপনার পাসওয়ার্ড ভূলে যেতে চাইবেন।
০২. Square leaf
 
স্টিকি নোটের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এটিও একটি সিম্পল ভার্চুয়াল স্টিকি নোটের উইন্টারবোর্ড। আপনার সমস্ত স্টিকি নোটকে আপনার প্রয়োজন মত থরে থরে সাজিয়ে নিতে পারবেন বাস্তবের মতই। তবে বাস্তবের সাথে ফারাক এটুকুই যে এটি দেয়াল থেকে কখনই পড়ে যাবে না।
০৩. We transfer
 
ছোট বড় অথবা মাঝারী যে কোন সাইযের ফাইল আপনার ফ্রেন্ডেকে সে্ড করতে পারবেন আরো সহজে এই প্ল্যাটফর্মের সহযোগীতায়। এর সাহায্যে ট্রান্সফার করা যাবে ডকুমেন্টস, ভিডিও, অডিও, ফটো এ্যালবাম সহ আরো অনেক ক্যাটাগরীর জিনিসপত্র।
০৪. Youblisher
 
আপনার যে কোন পিডিএফ ডকুমেন্টকে ফ্লিপেবল এবং আকর্ষনীয় বুক স্টাইলে সাজিয়ে তুলতে আপনি এই প্ল্যাটফর্মটি একবার হলেও ব্যবহার করে দেখতে চাইবেন।
০৫. Profilder
 
আমরা অনেকেই ফেসবুক ছাড়াও অনলাইনে নিজেদের একটা প্রোফাইল বানিয়ে থাকি। যাদের এরকম শখ আছে তারা সহজেই আকর্ষনীয় প্রোফাইলিং করতে এই টুল টি ব্যবহার করতে পারেন।
০৬. Flock draw
 
এটি একটি রিয়েলটাইম কলাবরেটিভ ড্রয়িং প্ল্যাটফর্ম। আপনার যা খুশি আকতে পারবেন শুধু আপনাকে উপযুক্ত অবজেক্ট টি বেছে নিতে হবে। সিম্পল
০৭. Free my PDF
 
বিভিন্ন পিডিএফ ফাইল থেকে নানা রকমের রেস্ট্রিকশান এবং পাসওয়ার্ড সরিয়ে দিতে এটি ওয়েবওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।
০৮. এ্যাপোলো
 
আপনার ফ্রেন্ড, ক্লায়েন্ট এবং কলিগদের সাথে কানেকশান এবং ফিডব্যাকিং ঠিক রাখার একটি যথার্থ প্ল্যাটফর্ম এটি।
০৯. গুগল ব্রাউজার সাইজ
 
০১. Mitto

আমরা অনেকেই অনেকরকম পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে থাকি। মিটো হচ্ছে আরেকটি সেফ অনলাইন পাসওয়ার্ড ম্যানেজার। সত্যি বলতে কি, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করলেও আপনি আপনার পাসওয়ার্ড ভূলে যেতে চাইবেন।
০২. Square leaf

স্টিকি নোটের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এটিও একটি সিম্পল ভার্চুয়াল স্টিকি নোটের উইন্টারবোর্ড। আপনার সমস্ত স্টিকি নোটকে আপনার প্রয়োজন মত থরে থরে সাজিয়ে নিতে পারবেন বাস্তবের মতই। তবে বাস্তবের সাথে ফারাক এটুকুই যে এটি দেয়াল থেকে কখনই পড়ে যাবে না।
০৩. We transfer

ছোট বড় অথবা মাঝারী যে কোন সাইযের ফাইল আপনার ফ্রেন্ডেকে সে্ড করতে পারবেন আরো সহজে এই প্ল্যাটফর্মের সহযোগীতায়। এর সাহায্যে ট্রান্সফার করা যাবে ডকুমেন্টস, ভিডিও, অডিও, ফটো এ্যালবাম সহ আরো অনেক ক্যাটাগরীর জিনিসপত্র।
০৪. Youblisher

আপনার যে কোন পিডিএফ ডকুমেন্টকে ফ্লিপেবল এবং আকর্ষনীয় বুক স্টাইলে সাজিয়ে তুলতে আপনি এই প্ল্যাটফর্মটি একবার হলেও ব্যবহার করে দেখতে চাইবেন।
০৫. Profilder

আমরা অনেকেই ফেসবুক ছাড়াও অনলাইনে নিজেদের একটা প্রোফাইল বানিয়ে থাকি। যাদের এরকম শখ আছে তারা সহজেই আকর্ষনীয় প্রোফাইলিং করতে এই টুল টি ব্যবহার করতে পারেন।
০৬. Flock draw

এটি একটি রিয়েলটাইম কলাবরেটিভ ড্রয়িং প্ল্যাটফর্ম। আপনার যা খুশি আকতে পারবেন শুধু আপনাকে উপযুক্ত অবজেক্ট টি বেছে নিতে হবে। সিম্পল
০৭. Free my PDF

বিভিন্ন পিডিএফ ফাইল থেকে নানা রকমের রেস্ট্রিকশান এবং পাসওয়ার্ড সরিয়ে দিতে এটি ওয়েবওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।
০৮. এ্যাপোলো

আপনার ফ্রেন্ড, ক্লায়েন্ট এবং কলিগদের সাথে কানেকশান এবং ফিডব্যাকিং ঠিক রাখার একটি যথার্থ প্ল্যাটফর্ম এটি।
০৯. গুগল ব্রাউজার সাইজ






 
 
 
 
 
 
 
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন