বুধবার, ২০ মার্চ, ২০১৩

যারা নতুন নতুন সাইট খুলে বসে আছেন কিন্তু ভাল ভিজিটর পাচ্ছেন না বা আপনি বিভিন্ন জায়গায় প্রচারনা চালিয়ে কিছু ভিজিটর আনেন। আবার এই সব ভিজিটররা হয়ত আপনার প্রচারনা দেখে আসে কিন্তু কয়েক বার আপনার সাইট ভিজিট করে এটা ওটা দেখে চলে যায়। আপনার প্রচারনা চালানোর দিন হয়ত আপনি ভাল কিছু ভিজিটর পান। পরে আর এত ভাল ভিজিটর পাননা। আমি আপনাদের বলব আপনারা আপনাদের সাইটে এমন কিছু জিনিস রাখেন যেগুলো সাধারনত ভিজিটরদের সব সময় দরকার।

১।আপনি আপনার সাইটে অনলাইন রেডিওটি এড করে রাখতে পারেন যার কারনে মিউজিক প্রেমিরা আপনার সাইটে সব সময় আনাগোনা করবে।
২।আপনি শেয়ার বাজারের সুচক এর আপডেড দিয়ে রাখতে পরেন অল্প একটু জায়গায়।
৩।আপনি আপনার সাইটে মুদ্রা বিনিময় এর চার্টটি এড করে রাখতে পারেন, যা মানুষের অনেক দরকারী।
আমি আপনাদের এই তিনট জরুরী জিনিস কিভাবে এড করনেন তার কোড দিয়ে দিব। আপনারা আপনাদের সাইটে জায়গা বুজে এড করে নিবেন।

অনলাইন রেডিওর কোডঃ
<script language="javascript" type="text/javascript" src="http://www.amarputhia.com/widget/bangla_OnliNE_radio.js"></script>
এই কোড গুলি আপনার সাইটে দিয়ে রিফ্রেশ দিলে এরকম দেখাবে
 


শেয়ার বাজারের কোডঃ
<script language=javascript type="text/javascript" src="http://www.vaincode.com/widget/share.js"></script>
এই কোড গুলি আপনার সাইটে দিয়ে রিফ্রেশ দিলে এরকম দেখাবে


মুদ্রা বিনিময় এর কোডঃ
<script language=javascript type="text/javascript" src="http://www.vaincode.com/widget/converter.js"></script>


সাধারনত যাদের ব্লগ সাইট তাদের এটা বেশী উপকার দিবে তারা এটা তাদের ব্লগ সাইটে এড করে রাখতে পারেন।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments