বুধবার, ৬ মার্চ, ২০১৩

আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডে কি করে কোন অ্যাপ ছাড়াই/অ্যাপ দিয়ে কল ব্লক করবেন সেটা শেয়ার করব। আপনারা অনেকই বিষয়টি জানেন তাই যারা জানেন না তাদের জন্য আমার এই প্রয়াস।

পদ্ধতি ১ : কি করে কোন অ্যাপ ছাড়াই কল ব্লক করবেন?

  • প্রথমে যেই নাম্বারটি ব্লক করতে চান সেই Contact নাম্বারটিতে যান।এবার Edit অপশনে ক্লিক করুন।
  • একদম শেষে Send Calls directly to vaoice mail এ টিক দিয়ে Save করে বের হয়ে আসুন। কাজ শেষ।
  • এখন থেকে উক্ত নাম্বার থেকে যখনি ফোন দিবে, আপনার নাম্বার বিজি পাবে।
বি. দ্র. যার নাম্বার ব্লক করতে চান সেটা আপনার contact list এ না থেকে থাকলে প্রথমে একবার সেভ করা লাগবে।

পদ্ধতি ২ :কি করে কোন অ্যাপ দিয়ে কল ব্লক করবেন?

  • যারা কল ব্লক, মেসেজ ব্লক সহ অনেক বেশি কাস্টমাইজেশন সুবিধা চান তারা Root Call Blocker অ্যাপটি ইউজ করতে পারেন।
  • Root Call Blocker অ্যাপটি ইউজ করার জন্য আপনার সেট রুট করা থাকতে হবে।

      

Tagged: ,

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments