শনিবার, ৯ মার্চ, ২০১৩

আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই?

ইদানিং দেখছি চারিদিকে জিপি ফ্রী ইন্টারনেট নিয়ে ব্যাপক পোষ্ট। তাহালে আমি কেন বসে থাকব!

  
প্রোক্সি ডাউনলোড লিংক:

সরাসরি প্রোক্সি কোড দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত।

প্রোক্সি যেভাবে পিসিতে ব্যবহার করবেন:

১। প্রথমে ডাউনলোড লিংক থেকে প্রোক্সি সংগ্রহণ করুন।

২। আপনার মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। মোজিলা ব্যতিত অন্যান্য ব্রাউজারে এটা প্রযোজ্য নয়।

৩। এরপর টুলস থেকে অপশনস এ যান।


৪। অপশনস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে এডভান্স ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে নেটওয়ার্কস ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে সবচেয়ে উপরে সেটিংস তে ক্লিক করুন।

৫। কানেকশনস ডায়ালগ বক্স আসলে সেখানে ম্যানুয়াল প্রোক্সি কনফিগারেশন অপশনটি একটিভ করুন এবং এইচ.টি.টি.পি প্রোক্সি বক্সে ডাউনলোডকৃত প্রোক্সি কোড টি কপি-পেষ্ট করুন এবং পোর্ট অপশনে ৮০ লিখুন। ওকে তে ক্লিক দিয়ে বেরিয়ে আসুন।


৬। সেটিং করা শেষ এবার ব্রাউজিং করার পালা! এবার এড্রেস বারে লিখুন wap.gpgamestore.com , নিচের মতো একটি পেজ আসবে।


৭। এখন দেখুন ওয়েব ইউ.আর.এল এর পাশে আরেকটি এড্রেস বার আছে। সেখানে আপনার পছন্দ মত ওয়েবসাইট লিখুন এবং ব্রাউজ করুন ফ্রি! ফ্রি!! ফ্রি!!!


ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে ফ্রি ডাউনলোড করার নিয়ম:

১। প্রথমে প্রোক্সি কোড টি সংগ্রহ করুন এখান থেকে।

২। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওপেন করুন। অপশনস এ যান। সেখান থেকে প্রোক্সি / শকস ট্যাবে যান। ইউস প্রোক্সি তে টিক চিহ্ন দিয়ে প্রোক্সি কোডটি কপি-পেষ্ট করুন, পোর্ট দিন ৮০। এরপর OK তে ক্লিক করে বেরিয়ে আসুন।


এবার মোজিলা ফায়ারফক্স ওপেন করুন যেটি আপনি প্রোক্সি কোড দিয়ে ব্যবহার করেন। এবার ডাউনলোড করুন বড় বড় ফাইল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে।

চায়নিজ  সেটে  এই  প্রোক্সি  ব্যবহার  করতে  পারেন  এইভাবে:
APN: gpinternet
Proxy: ***.**.****.****
Port: 80
homepage: wap.gpgamestore.com

এই সেটিং দিয়ে একটি ব্রাউজিং প্রোফাইল তৈরি করে আপনার সেটের ডিফল্ট ব্রাউজার চালু করুন। হোমপেজে আসলে ওই রকম আরেকটি ব্রাউজার অপশন পাবেন। একই ভাবে ব্যবহার করুন আর মজা নিন।

বি:দ্র:
১। এই পদ্ধতি জাভা সার্পোট করে না। তাই ফেসবুক সহ অন্যান্য জাভা বেসেইড সাইট আসবে না।
২। এটি থার্ড পার্টি নেট । তাই পাসওর্য়াড দিবেন না। মানে ফেসবুক বা অন্যান্য সাইট যেগুলোতে ঢুকতে হলে পাসওর্য়াড দরকার সেসব সাইট এই দিয়ে ব্রাউজ করবেন না। না হলে আপনার আইডি হ্যাক হতে পারে।
৩। গ্রামীণফোন কর্তৃপক্ষ এই প্রোক্সি বন্ধ করে দিলে কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী প্রোক্সি নিয়ে আমি আবার আসবো।
৪। ভাল স্পিড পেতে পি১ প্যাকেজ ব্যতিত যেকোনো ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করুন।

৫। এভাবে নেট ব্যবহার করলে আপনার কোনো টাকা কাটবে না। তবে দেশের ব্যান্ডউইথ বিনা টাকা রিচার্জে খরচ হবে, মানে সরকার এতে কোনো রাজস্ব পাবে না। এখন ভেবে দেখুন দেশের ক্ষতি করে ফ্রী নেট ব্যবহার করবেন কিনা?

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments