শনিবার, ৯ মার্চ, ২০১৩

অনেক সময় পেন ড্রাইভ বা মোবাইল বা যেকোনো কিছু কম্পিউটার এ কানেক্ট করলে এই বার্তা আসে DEVICE DRIVER NOT FOUND উইন্ডোজ এ অনেক ড্রাইভার প্রি ইন্সটল থাকে। কিন্তু দীর্ঘদিন উইন্ডোজ আপডেট না করানোর কারনে নতুন এক্সেস গুলো কানেক্ট হয় না। আবার উইন্ডোজ আপডেট করানো অনেকে ঝামেলা মনে করে। প্রচুর মেগাবাইট খরচ হয়।
এছাড়া পুরনো ড্রাইভার কম্পিউটার এর পারফরমেন্স অনেক কমিয়ে দেয়, অনেক ক্ষেত্রে ড্রাইভার আপনার হার্ডওয়্যার এর সাথে ম্যাচ না করলে ক্ষতিও হতে পারে।
আবার আপনার হার্ডওয়্যার এর সাথে সামঞ্জস্য ড্রাইভার পাওয়া দুষ্কর না, প্রায় অসম্ভব।
এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন আজকেই। নিয়ে এলাম অসাধারন একটি সফটওয়্যার DRIVER AGENT ।
DRIVER AGENT DOWNLOAD LINK
ব্যবহার করা খুব সহজ। নিচের ছবি গুলো দেখে নিনঃ
১) প্রথমে ফাইল টি ডাউনলোড করুন।


২) এর পর আনজিপ করে ফাইল টি রান করুন। রান করলে সাথে সাথে স্ক্যান করা শুরু হবে। আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই অন থাকতে হবে।


৩) ৫-১০ সেকেন্ড এর মধ্যেই কাজ শেষ হবে। এরপর নিচের মত স্ক্যান এর ফলাফল দেখাবে। এবার প্রয়োজন মত ডাউনলোড করে নিন DOWNLOAD বাটনে ক্লিক করে। যদি পূর্বে কোন ডিভাইস এর জন্য Dirver Not Found দেখায়, তাহলে ফলাফল থেকে খুজে ডাউনলোড করে নিন। সোজা না?


*আপনার উইন্ডোজ আপডেট করুন, আপনার পিসির স্বাস্থ্য ভাল রাখুন।
কার কার এই সমস্যা ছিল, কমেন্ট করে জানান।

Tagged: ,

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments