বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

আসসালামু আলাইকুম। আজ আপনাদের ইন্টারনেটে বিভিন্ন ওয়েব সাইটে  রেজিস্ট্রেশান এর ঝামেলা থেকে  মুক্তি দিতে এই টিউনে টি করছি।
ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা অনেক ওয়েব সাইট ভিজিট করি। কোন কোন সাইট এ আমাদের রেজিস্ট্রেশান ও করতে হয়। সাইট গুলতে  রেজিস্ট্রেশান করে আমরা পাই ইউজার ID ও Password। কিন্তু হাজার হাজার ওয়েব সাইট এর সবটাতে কি রেজিস্ট্রেশান করা সম্ভব? উত্তর না  হবে নিশ্চই ।
তাই রেজিস্ট্রেশান ছাড়া যদি ID ও Password পাওয়া যায় তবে সময় বাঁচে ও ভোগান্তি ও কম হয়। রেজিস্ট্রেশান এর এই ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে পারে একটি ওয়েব সাইট যার নাম bugmenot.
এই সাইট এ প্রায় সব জনপ্রিয় সাইট এর ID ও Password আছে। খুব সহজে আপনি এই সাইট থেকে অন্য সাইট এর ID ও Password পাবেন। ধরুন আপনি youtube  এর ID ও Password চান। তখন bugmenot. এ যান http://www.youtube.com লিখে search করুণ , ব্যাস আপনার ID ও Password হাজির হয়ে যাবে।


আশা করি টিউন ভাল লাগলে Comment দিবেন। সবাই ভাল থাকবেন এবং অন্যকে ভাল রাখবেন। ধন্যবাদ।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments