বুধবার, ২৭ মার্চ, ২০১৩

আমরা অনেকেই গ্রামীনফোন সীম দিয়ে ফ্রী ইন্টারনেট ব্যবহার করছি, আর এই ফ্রী ইন্টারনেট এর রয়েছে কিছু সিমাবদ্ধতা, যেমন এটা দিয়ে Antivirus সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার Update করা যায় না।
আজ আমি দেখাব Antivirus সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার কিভাবে Update করবেন।
এই লেখাটি তাদের জন্য যারা বিভিন্ন ব্লগের টিপস্ অনুসরন করে ফ্রী ইন্টারনেট ব্যবহার করছেন এবং ফ্রী ইন্টারনেট এর বিষয়ে এক্সপার্ট না। কারন যারা ফ্রী ইন্টারনেট এর বিষয়ে এক্সপার্ট তারা আগেথেকেই এ বিষয়টি জেনে থাকবেন।
যে সফটওয়্যার Update করতে চান তার প্রক্সি সেটিংটি খুজে বের করুন, একেক সফ্টওয়্যার এর প্রক্সি সেটিং একেক যায়গায় থাকে, সবগুলো দেখানো তো সম্ভব না তাই আপনারা খুজে বের করুন, আর Kaspersky এর প্রক্সি সেটিং এবং Update কিভাবে করবেন তা ছবি সহ দেখিয়ে দিচ্ছি।
1. Kaspersky ওপেন করলে নিছের ছবির মত আসবে, এখান থেকে লাল চিহ্নিত Update লেখাতে ক্লিক করুন


 2. এখান থেকে লাল চিহ্নিত এরোতে ক্লিক করে Settings এ ক্লিক করুন


 3. এখান থেকে লাল চিহ্নিত Update source লেখাতে ক্লিক করুন


 4. এখান থেকে লাল চিহ্নিত Proxy server... লেখাতে ক্লিক করুন


 5. এখান থেকে লাল চিহ্নিত 1নং ঘরে ঠিক চিহ্ন দেন, 2নং ঘরে ঠিক চিহ্ন দেন, 3নং ঘরে ফ্রী ইন্টারনেটের জন্য ব্যবহার করা প্রক্সি এবং 4নং ঘরে প্রক্সি পোর্ট নাম্বার লিখুন তার পর সবগুলো উইন্ডোতে Ok করে বেরিয়ে আসুন


তারপর নেট কানেক্ট করে Kaspersky ওপেন করে Update লেখাতে ক্লিক করে Run update এ ক্লিক করলে Update শুরু হবে।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments