শনিবার, ১৬ মার্চ, ২০১৩

আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভাল আছি।
আজ আমি এই টিউন এর নাম খুজে পাচ্ছিলাম না।
তাই শেষ পর্যন্ত এই নাম দিলাম।
আসলে আজ আমি যে পোস্টটি আপনাদের সাথে শেয়ার করছি ,
তা একটি সফটওয়্যার নিয়ে। যার নাম Rgtwk
আসুন আগে সফটওয়্যারটির কাজ জেনে নিই।
এই সফটওয়্যার দিয়ে আপনি Computer এর ডান পাশে ক্লিক করলে যে সব অপশন দেখতে পান সেখানে আর অনেক কিছু যোগ করতে পারবেন।


আপনার যে কয়টি লাগবে সেই কয়টি অ্যাড করবেন।
মাই কম্পিউটার ওপেন করলে যে আপনারা C,D,E,F ড্রাইভ দেখতে পান। সেখানেও অ্যাড করতে পারবেন।
এছাড়া Refresh বাটনেও অনেক কিছু যোগ দিতে পারবেন।



এছাড়াও আর অনেক কিছু করতে পাড়বেন।
সফটওয়্যার টি ওপেন করলে বুঝতে পারবেন।




যেটা অ্যাড করবেন সেখানে টিক দিন। তারপর অ্যাপ্লাই করুন কিছুক্ষন পর কম্পিউটার রিস্টার্ট হবে।  দেখবেন সব অ্যাড হয়ে গেছে।
আসল কথা ডাউনলোড লিঙ্ক দেয়া হয়নি।
এখান থেকে ডাউনলোড করুন।
ভাল লাগলে কমেন্ট করুন এবং কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

Tagged: ,

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments