বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

আসসালামু আলাইকুম । আজকে আপনাদেরকে Windows 8 এর একটি সমস্যার সমাধান দেব।  Windows 8 নতুন বের হয়েছে তাই সবারই কিছু না কিছু সমস্যা হচ্ছে । আমিও Windows 8 এর নতুন ব্যবহারকারী এবং আমারও অনেক সমস্যা হয়েছে এবং হচ্ছে । তেমনি একটা বিপত্তি ঘটলো বাংলা লেখার সফটওয়্যার বিজয় সেটআপ করতে গিয়ে । XP তে তো সবসময় বিজয় ২০০৩ চালাইছি  কিন্তু 8 এ তো আর ২০০৩ চলে না । তখন বিজয় বায়ান্ন সেটআপ করতে গেলাম এখন দেখি .Net framework 3.5 requerd পরলাম আরেক ঝামেলায় । Windows 8 এ .Net framework 4 দেওয়া কিন্তু 3.5 দেওয়া নাই । 3.5  ইন্সটল করতে গেলে আমার প্রয়োজন একাধারে ২০০ এমবি ডাউনলোড করার ক্ষমতা কিন্তু সেটা আমার নাই কারন আপনাদের ভালই জানা আছে (internet speed & Current) । তারপর অনেক খুজাখুজির পর .Net Framework 3.5 অফলাইনে ইন্সটল করার পদ্ধতিটা খুজে পাইলাম । তাই আপনাদের যেন আর খুজতে না হয় তাই আপনাদের সাথে এখন পদ্ধতিটা শেয়ার করব । আমি এখানে বিজয় সেটআপ করার উদাহরন দিয়েছি কিন্তু এছাড়াও আর অনেক সফটওয়্যার ইন্সটল করার জন্য আতি প্রয়োজন তাই না জানলে জেনে রাখবে।
নিচের ছবিটার মধ্যে দেখা যাচ্ছে .Net Framework প্রয়োজন হবে এখন Downloading and installing this feature এ ক্লিক করলে ২০০ এমবি ডাউনলোড শুরু হয়ে যাবে কিন্তু আমরা এটা করবনা তাই Skipping this installing এ ক্লিক করে বাদ দিয়ে দেই ।


এখন দেখুন কিভাবে অফলাইনে ইন্সটল করবেন স্টেপগুলা অনুস্মরণ করুনঃ
১। Windows 8 এর dvd টা dvd rome প্রবেশ করান ।
২। এখন cmd ওপেন করেন ।
৩। এখন নিচের কোড টা কপি করে cmd তে পেস্ট করে enter চাপুন ।
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:G:\sources\sxs /LimitAccess
এখানে DVD rom হিসেবে G ধরা হয়েছে এখানে আপনি যে ড্রাইভে dvd টা ঢুকিয়েছেন তার অক্ষরতা দেন ।


আপনার কাজ শেষ এখন install complete হলে restart দিন .Net Frame work ইন্সটল করা হয়ে গেছে ।
ধন্যবাদ সবাইকে ।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments