বুধবার, ১৩ মার্চ, ২০১৩

আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন।
আজকের পর্বে থাকছে একটি সাধারণ টিপস, যা দিয়ে আপনারা আনলিমিটেড ফ্রী এসএমএস পাঠাতে পারবেন বিশ্বের যেকোনো দেশে, যেকোনো সময়!

ফ্রী আনলিমিটেড এসএমএস পাঠাতে হলে আপনার যা যা লাগবে:

১। এসএমএস ফর পিসি সফটওয়্যার,
২। যেকোনো কোম্পানির ২টি সিম কার্ড,
৩। যেকোনো স্পিড এর ইন্টারনেট কানেকশন

আসুন শুরু করা যাক:

স্টেপস:

১। প্রথমে এসএমএস ফর পিসি নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন  ফেসবুক পেজ থেকে।
ডাউনলোড  লিংক:



http://m.facebook.com/photo.php?fbid=631587276866845&id=552903374735236&set=a.552911908067716.93197396.552903374735236&refid=7&_ft_=qid.5854689133583729031%3Amf_story_key.3245347570307499732

২। ডাউনলোড শেষ হলে সফট টি আপনার পিসিতে ইন্সটল করুন।
৩। ইন্টারনেট সংযোগ দিয়ে, মানে নেট কানেক্ট করে সফটওয়্যারটি ওপেন করুন। নিচের মতো আসবে।


 ৪। সফট টি ওপেন করার পর নিচের মতো একটি একটিভিশন ডায়ালগ বক্স আসবে। এখানে দেশ দিন বাংলাদেশ (অথবা আপনি বিদেশ থাকলে ওই দেশ দিন)। মোবাইল বক্সে আপনার ২টি সিম এর যেকোনো একটি দিন। এরপর আপনার একটিভ ইমেইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।


৫। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি একটিভিশন কোড আসবে এসএমএস আকারে। সেই কোডটি এর পরের ডায়ালগ বক্সে লিখুন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।


৬। এখন শুধু মেসেজ পাঠানোর পালা। মেসেজ পাঠানে থাকুন।


এখন প্রতিটি নাম্বারে মাত্র ৫টি করে মেসেজ পাঠাতে পারবেন আপনি। এরপর আপনাকে নেট থেকে টাকা দিয়ে মেসেজ কিনতে হবে। তবে একটি ট্রিক দিয়ে এটি আপনি ফ্রি তে করে নিতে পারেন।

এখন আপনার আরেকটি সিম দিয়ে রেজিস্টেশন করুন আগের মতো। আবার পান ৫টি মেসেজ। এভাবে দুটি সিম দিয়ে পাঠাতে থাকুন আনলিমিটেড ফ্রি মেসেজ!
ধন্যবাদ।

Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments