রবিবার, ৩১ মার্চ, ২০১৩

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আজকে আপনাদেরকে নিজের ছবি দিয়ে নকিয়া জাভা মোবাইলের theme(.nth) তৈরী করা শেখাবো।
এজন্য File explorer ও BlueFTP সফটওয়্যার এর প্রয়োজন হবে ।

File explorer ডাউনলোড করে নিন এখান থেকেঃ
http://phoneky.com/java-software/?p=download&v=9&st=2&id=a1a1217

BlueFTP ডাউনলোড করে নিন এখান থেকেঃ
http://www.bingwap.com/1/free-mobile-softwares/1/java-mobile-software-free/34/blue-ftp.shtml

প্রথমে মেমোরী কার্ডে একটি নতুন ফোল্ডার তৈরী করুন । যেমনঃ new folder । আপনার পছন্দের দুইটা ছবি মেমোরী কার্ডের নতুন ফোল্ডারে কপি করুন । এরপর File
explorer সফটওয়্যার openকরুন । মেমোরী কার্ডে যান, যেই
ফোল্ডারে ছবি দুইটা আছে সেই ফোল্ডারটি open করুন । এরপর option>select এ গিয়ে ছবি দুটা select করুন । আবার option>Archive> ¬¬Nokia Theme এ যান । তারপর theme name এর জায়গায় theme name দিন । এরপর wallpaper ও Background এ ভিন্ন ভিন্ন দুটি ছবি সিলেক্ট করুন । এরপর make এ ক্লিক করুন। ডাটা এক্সেস চাইবে ok দিন যতবার চায় ।
এরপর একটা warning আসবে এই রকমঃ failed to write to file ভয় পাবেন না । এবার file explorer ক্লোজ করে মেমোরী কার্ডের ঐ নতুন ফোল্ডারে যান । দেখবেন theme তৈরী হয়ে গেছে । কিন্তু এটা ডিলিট করে দিন । অন্য ফাইল গুলো ডিলিট করবেন না । শুধুমাত্র যে ফাইলটার শেষে .nth আছে সেইটা ডিলিট করুন। এখানে unsupported একটা file ও ছবি দুইটা থাকবে ।
এখন BlueFTP অপেন করুন । নতুন ফোল্ডারটিতে যান ।
এখন menu>select all এ ক্লিক করুন । আবার menu>compress item(nth) এ ক্লিক করে ok করুন । ডাটা এক্সেস যতবার চায় দিতে থাকুন । compress হয়ে গেলে মেমোরী কার্ডের ঐ ফোল্ডারটিতে যান । দেখবেন theme তৈরী হয়ে গেছে । এবার থিমটি apply দিন । কাজ শেষ ।




এবার উপভোগ করুন নিজের তৈরী থিম।
ধন্যবাদ।
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।

Tagged: ,

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments