রবিবার, ৩ মার্চ, ২০১৩

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন ।

আজ আমি আপনাদের দেখাব কীভাবে গুগল প্লে এর পেইড অ্যাপ ফ্রীতে ডাউনলোড করবেন।  তাই আমি এই সফটওয়্যার টা নিয়ে এলাম এটা দিয়ে প্রায় সব গুলো পেইড অ্যাপ ফ্রীতে ডাউনলোড করা যায়। তাহলে শুরু করা যাক। সফটওয়্যার টির নাম Aptoide । এখান থেকে সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর নিচের নিয়ম অনুসরণ করুনঃ

                                                             ১/অ্যাপ টি চালু করুন
 

 ২/ উপরের সার্চ বাটনে ক্লিক করুন এবং যে অ্যাপ টি ডাউনলোড করতে চান সেটা সার্চ বক্সে লিখুন। যেমনঃ cut the rope HD(প্লে স্টোরে এর দাম ০.৯৯ সেন্ট)


৩/ তারপর নিচের মত স্ক্রীন আসবে। ঐ স্ক্রীনে search '' cut the rope Hd '' in other stores - লেখা বাটনে ক্লিক করুন।


৪/ ক্লিক করার পর লিঙ্ক টা ইন্টারনেট ব্রাউজার দিয়ে ওপেন করবেন।


 ৫/ তারপর যে অ্যাপ টির নাম আপনি লিখেছিলেন সেটার উপর ক্লিক করুন। তারপর নিচের ছবির মত আসবে।


৬/ তারপর উপরের install বাটনে ক্লিক করুন।


তারপর লিঙ্ক টা aptoide দিয়ে চালু করুন।



তারপর একটি লেখা আসবে are you install this? ওকে তে ক্লিক করবেন ব্যাস! আপনার কাজ শেষ । এখন এই সফট তা ইন্সটল হয়ে যাবে।
কিছু না বুঝলে আমাকে কমেন্ট এ বলবেন।


Tagged:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Comments